স্পোর্টস ডেস্কঃ ধর্মশালায় উড়ছে বাংলাদেশ। দুইশোর আগে অলআউট হওয়ার শঙ্কায় আফগানিস্তান। বিশ্বকাপে প্রথম ম্যাচে আফগানদের চেপে ধরেছে টাইগাররা। স্কোর বোর্ডে দেড়শো রান হতেই ৭ উইকেট হারিয়ে বসেছে হাশমাতউল্লাহ শহিদীর দল।
বোলিংয়ে ফিরেই সাফল্য পেলেন মিরাজ। অফ স্পিনারের বলে বোল্ড হয়ে গেলেন রশিদ খান। আজমতউল্লাহ ওমারজাইয়ের সঙ্গে জুটি গড়ার চেষ্টায় ছিলেন তিনি। সেটা ভেঙে গেল মিরাজের চমৎকার এক ডেলিভারিতে। অফ স্টাম্প ঘেঁষা বল লেগে ঘুরাতে চেয়েছিলেন রশিদ। ঠিক মতো পারেননি, ব্যাটের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে!
ওমরজাই-রশিদ জুটিতে আসা ২৪ রানের জুটি ভাঙে ২৬ বলে। ১৬ বলে এক চারে রশিদ করেন ৯ রান। এর আগে সাকিব ফিরিয়েছিলেন নাজিবউল্লাহ জাদরানকে। পরের ওভারে আরেক অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মাদ নবিকে বোল্ড করে থামান তাসকিন আহমেদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০