স্পোর্টস ডেস্কঃ আইপিএলে রশিদ খান দেখালেন ব্যাটিং ঝড়। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে হারা ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। মুম্বাইয়ের রান পাহাড় তাড়া করতে নেমে মাত্র ৩২ বলে ৭৯ রানের ইনিংস খেলেছেন আফগান এই অলরাউন্ডার। রশিদের ঝড়ো ইনিংসের পরও হার এড়াতে পারে নি গুজরাট টাইটান্স।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার ২৭ রানে জিতেছে মুম্বাই। আগে ব্যাট ২১৮ রানের বড় সংগ্রহ পায় রোহিত শর্মার দল। জবাব দিতে নেমে রশিদের একার লড়াইয়ের পর গুজরাট থামে ১৯১ রানে। বড় লক্ষ্যে খেলতে নেমে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল।
দুই ওপেনারের ব্যর্থতার দিনে হার্দিক পান্ডিয়ার ব্যাটও হাসে নি। এরপর বিজয় শঙ্করের ১৪ বলে ২৯ ও ডেভিড মিলারের ২৬ বলে ৪১ রানে ঘুরে দাঁড়ায় গুজরাট। অবশ্য এই দুই সেট ব্যাটার ফিরে গেলে আবারও বিপদে পড়ে গতবারের চ্যাম্পিয়নরা। তবে রশিদ শেষ পর্যন্ত চেষ্টা করেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন।
১২ বলে ৭ রান করে অপরাজিত ছিলেন আলজারি জোসেফ। ১০ ছক্কা ও ৩ চারে ৩২ বলে ৭৯ রান আসে রশিদের ব্যাট থেকে। মুম্বাইয়ের হয়ে আকাশ মাদওয়াল ৩১ রানে নেন ৩ উইকেট। ২টি করে উইকেট পেয়েছেন পিযুশ চাওলা ও কুমার কার্তিকেয়া। একটি উইকেট গেছে জেসন বেহরেন্ড্রফের ঝুলিতে।
এর আগে ১০৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মুম্বাইয়ের ডানহাতি ব্যাটার সূর্যকুমার যাদব। ইনিংসের শেষ বলে ছয় হাঁকিয়ে মাইলফলকে পা রাখা এই ক্রিকেটার ৪৯ বলে অপরাজিত থাকেন ১০৩ রানে। তাতে পাহাড়সম লক্ষ্য পায় মুম্বাই। ওপেনার ইশান কিশান ২০ বলে ৩১, আরেক ওপেনার রোহিত শর্মা করেন ১৮ বলে ২৯ রান। গুজরাটের স্পিনার রশিদ ৪ ওভারে ৩০ রান খরচ করে ৪ উইকেট নিয়েছেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০