স্পোর্টস ডেস্কঃ শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে খেলতে পারেন নি রশিদ খান। চোট কাটিয়ে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে ফেরেন এই অলরাউন্ডার। কিন্তু দলকে পারেন নি সহায়তা করতে। হাম্বানটোটায় বুধবার তৃতীয় ওয়ানডেতে আগে ব্যাট করে মাত্র ১২০ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। জবাব দিতে নেমে দিমুথ করুনারত্নে ও পাথুম নিশাঙ্কার ফিফটিতে ৯ উইকেটের বড় জয় পায় শ্রীলঙ্কা। এতে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিল স্বাগতিকরা।
টস জিতে ব্যাট করতে নামা আফগানরা শুরু থেকেই পড়ে বিপাকে। ব্যাট হাতে কোনো ব্যাটসম্যানই ২৩ রানের বেশি করতে পারেননি। মোহাম্মদ নবী করেন সর্বোচ্চ ২৩ রান। ইব্রাহিম জাদরান ২২ ও গুলবাদিন নাইব করেন ২০ রান। এছাড়া ফরিদ আহমেদ অপরাজিত ১৩ ও নাজিবুল্লাহ জাদরান করেন ১০ রান।
শ্রীলঙ্কার পেসার দুষ্মান্থে চামিরা ৯ ওভারে ৬৩ রান দিয়ে ৪টি উইকেট নেন। আরেক পেসার লাহিরু কুমারা ৫ ওভারে ২৯ রান দিয়ে নেন ২টি। স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪.২ ওভারে ১ মেডেনসহ মাত্র ৭ রান দিয়ে নেন ৩টি উইকেট। আরেন ঘূর্ণি বোলার মাহিশ থিকশানা ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ১টি উইকেট।
রান তাড়ায় শুরু থেকেই মারমুখী ছিলেন শ্রীলঙ্কার দুই ওপেনার করুনারত্নে ও নিশাঙ্কা। মাত্র ৩২ বলে ফিফটির দেখা পান নিশাঙ্কা। শেষ পর্যন্ত ৩৪ বলে ৮ চার ও ২ ছক্কায় ৫১ রান করেন তিনি। এরপর দলকে জিতিয়ে মাঠ ছাড়ানে করুনারত্নে। বাঁহাতি এই ব্যাটার ৪৩ বলে দেখা পান ফিফটির। সিরিজ জেতানো ম্যাচে ৪৫ বলে ৫৬ রান করেন ৭ চারের মারে।
সিরিজজুড়ে দারুণ বোলিং করা পেসার চামিরা জিতেছেন সেরার পুরষ্কার। আজ ফাইনাল সেরার পুরষ্কারও জিতে নিয়েছেন এই পেসার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০