স্পোর্টস ডেস্ক:: স্পিনার, বিশেষ করে লিগ স্পিনারদের জন্য বিখ্যাত আফগানিস্তান। দেশটির বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আছেন। তাদের মধ্যে অন্যতম রশিদ খান। স্পিন ভেলকিতে দাপট দেখাচ্ছেন পৃথিবী জুড়ে। সেই রশিদ এবার দাবি করলেন, তার দেশে ভালো মানের কমপক্ষে ১০০০ হাজার লেগ স্পিনার আছে।
আইপিএল মাতাচ্ছেন রশিদ খান ও তার আরেক স্বদেশী নুর আহমদ। দুই লেগি দারুণ বল করছেন আইপিএলে। রাজস্থান রয়্যালয়ের বিপক্ষে গুজরাটের হয়ে এই দুই তারকাই নেন ৫ উইকেট। ম্যাচটিতে রশিদের শিকার ৩ উইকেট, আর দুই উইকেট শিকার করেন নুর আহমদ।
ম্যাচ শেষে হার্শা ভোগলের সঙ্গে আলাপকালেই রশিদ খান দাবি করেন, তাদের দেশে ১০০ হাজার লেগ স্পিনার আছে। তিনি আইপিএলে আসার পর থেকে সেই সংখ্যা ক্রমেই বাড়ছে। তার বিশ্বাস ভবিষ্যতে আইপিএলে আরো বেশি আফগান ক্রিকেটাররা খেলবেন।
ম্যাচ শেষে হার্শা ভোগলে রশিদ খানকে প্রশ্ন করেন কতজন (তোমাদের মতো) স্পিনার আছে আফগানিস্তানে? জবাবে আফগান এই তারকা বলেন, ‘হাজারেরও বেশি।’ পাল্টা জবাবে হার্শা ভোগলে জানান এতো স্পিনার নেই। তিনি বলেন, ‘না।’ জবাবে রশিদ খান বলেন, ‘আমি অনেক একাডেমিতে গিয়েছি আর অনেক লেগ স্পিনার, চায়নাম্যান, অফ স্পিনার দেখেছি।’
পাল্টা প্রশ্নে হার্শা এবার জানিয়ে দেন, রশিদ আগে একবার তাকে জানিয়ে ছিলেন, আড়াইশোর মতো স্পিনার আছে। তিনি প্রশ্ন করেন, তুমি আমাকে একদিন বলেছিলে, সেখানে ২৫০ জন স্পিনার রয়েছে? জবাবে রশিদ খান বলেন, ‘ হ্যাঁ, তখন ২৫০ জন ছিল। সেটি ছিল আইপিএলে আমার প্রথম আসর। সেই আসরে আমাকে দেখে মানুষের ক্রিকেটের প্রতি আগহ জন্মে। আমি প্রায় ৫-৬ বছর ধরে আইপিএল খেলে আসছি। এখন সেই স্পিনারের সংখ্যা অনেক।’
আফগানিস্তানের তারকা এই ক্রিকেটার বলেন, ‘আমি অনেক তরুণ বোলারদের টেক্স এবং ভিডিও ফুটেজ পাচ্ছি। তারা অনেক ভালো, কিন্তুু এখানে সুযোগ পাওয়ার ব্যাপারটি জড়িত। এখন মুজিব, জহির খান, কাইস আহমেদ ভালো করলেও আইপিএলে এখনো সুযোগ পায়নি। তবে ভবিষ্যতে তারা সুযোগ পেলে ভালো কিছু করবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post