স্পোর্টস ডেস্কঃ তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে দাঁড়াতে দিল না আফগানিস্তান। বৃহস্পতিবার স্বাগতিকদের আগে ব্যাটিংয়ে পাঠিয়ে মাত্র ১৩৫ রানে গুটিয়ে দেয় রশিদ খান, মোহাম্মদ নবীরা। এরপর ৪ উইকেটে ম্যাচ জিতে আফ্রিকার দেশটিকে হোয়াইটওয়াশ করল আফগানরা।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন সিকান্দার রাজা। এছাড়া রায়ান বার্ল ২১, ইনোসেন্ট কাইয়া ১৬ ও রেগিস চাকাভা ১৫ রান করেন। দলের ৬ ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
আফগানিস্তানের সেরা বোলার রশিদ খান। ৭.৫ ওভারে ৩১ রানে ৩ উইকেট পেয়েছেন লেগ স্পিনার। এছাড়া নবী ২১ রানে ২ উইকেট নেন। ১টি করে উইকেট পেয়েছেন মুজিব-উর-রহমান ও আজমতউল্লাহ ওমারঝাই। পেসার ফজল হক ফারুকি ২৫ রানে ২ উইকেট পান। আরেক পেসার ফরীদ আহমাদও পেয়েছেন ১ উইকেট।
১৩৬ রান তাড়া করতে নেমে মাত্র ৩০ রানের মাঝেই দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ (৭) এবং ইব্রাহিম জাদরানকে (৮) হারায় আফগানিস্তান। তবে চারে নামা অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি (৩৮) এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির (৩৪*) দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭৪ বল এবং ৪ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান।
ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন আফগান লেগ স্পিনার রশিদ খান। ওয়ানডের পর এবার দু’দল নামবে টি-টোয়েন্টির লড়াইয়ে। ওয়ানডের সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ১১ জুন শুরু প্রথম টি-টোয়েন্টি। সিরিজের বাকি দুই ম্যাচ ১২ ও ১৪ জুন। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে হারারেতে।
জিম্বাবুয়ের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে ওয়ার্ল্ড সুপার লিগের দ্বিতীয় স্থানে উঠে এসেছে আফগানিস্তান। ইংল্যান্ডকে (৯৫) পেছনে ফেলে সুপার লিগের পয়েন্ট টেবিলে তারা এখন দুই নম্বরে। আফগানদের সামনে রয়েছে ১৮ ম্যাচ খেলে ১২০ পয়েন্ট পাওয়া বাংলাদেশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০