স্পোর্টস ডেস্কঃ রোজা বা সিয়াম পালন করার উদ্দেশ্যে শেষ রাতে পানাহার করাকে সাহরি বলা হয়। মুসলমানদের পবিত্র রমজান মাসের অবিচ্ছেদ্য এক অংশ এই সাহরি। শেষ রাতের এই সাহরি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার রশিদ খান। যেখানে দেখা গেছে হার্দিক পান্ডিয়াকেও।
আইপিএলের চলতি আসরে গুজরাট টাইটান্সের হয়ে খেলছেন আফগান তারকা রশিদ। গতবারও এই দলের হয়ে খেলেছেন তিনি। শিরোপাও জিতেছিলেন সেবার। মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর রাতে সাহরি সামনে নিয়ে তোলা এক ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছেন এই লেগ স্পিনার। স্বদেশী নূর আহমদ ছাড়াও সেখানে ছিলেন পান্ডিয়া।
ইন্সটাগ্রামে পোস্ট করা সাহরির ঐ ছবির ক্যাপশনে রশিদ লিখেন, ‘ক্যাপ্টেনের সঙ্গে সাহরি। আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’ রশিদের এই পোস্টে হার্দিকও মন্তব্য করেছেন। গুজরাটের অধিনায়ক উত্তর দেন ‘লাভ’ ইমোজি দিয়ে।
চলতি আইপিএলে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে গুজরাট। আসরে এখন পর্যন্ত খেলা দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫ উইকেটে জিতে পান্ডিয়ার দল। আর নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল দিল্লি ক্যাপিটালসকে হারিয়েছে ৬ উইকেটে।
গুজরাটের প্রথম ম্যাচে পাওয়া জয়ে সেরা হয়েছিলেন রশিদ। চেন্নাইয়ের বিপক্ষে ২ উইকেট শিকারের পাশাপাশি করেছিলেন ৩ বলে ১০ রান। ম্যাচ জেতানো এই ইনিংসের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন আফগান এই অলরাউন্ডার। এরপর দিল্লির বিপক্ষে তিনি নেন ৩ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০