স্পোর্টস ডেস্কঃ আইপিএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাটের জয়রথ যেন থামছেই না। সবার আগে প্লে-অফের পথে এগোচ্ছে হার্দিক পান্ডিয়ার দল। শুক্রবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে তারা পেয়েছে বড় জয়। আজ ৯ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুজ করল গুজরাট।
জয়পুরে দুই আফগান স্পিনার রশিদ খান ও নুর আহমেদের বোলিংয়ে দিশেহারা হয়ে অল্পতেই গুটিয়ে যায় রাজস্থান। আগে ব্যাট করতে নেমে ১৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১১৮ রান সংগ্রহ করে তারা। । গুজরাটের হয়ে ৪ ওভার বল করে মাত্র ১৪ রান খরচায় ৩ উইকেট নিয়েছেন রশিদ। তাঁর স্বদেশী নূর আহমেদ ৩ ওভারে ২৫ রান খরচায় ২ উইকেট নিয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন জশ লিটল, হার্দিক পান্ডিয়া ও মোহাম্মদ শামি।
রাজস্থানের হয়ে ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন জস বাটলার (৮), যশস্বী জয়সওয়াল (১১), দেবদত্ত পাডিক্কালরা (১২)। টপ অর্ডার-মিডল অর্ডারের কোনো ব্যাটারই দলকে ভরসা দিতে পারেন নি। অধিনায়ক সঞ্জু স্যামসনের ২০ বলে ৩০ রানের ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় প্রতিযোগিতার প্রথম আসরের চ্যাম্পিয়নরা।শেষদিকে ট্রেন্ট বোল্ট ১১ বলে ১৫ রান করেন।
জবাব দিতে নেমে দারুণ ব্যাটিং করতে থাকেন গুজরাটের দুই ওপেনার শুভমান গিল ও ঋদ্ধিমান সাহা। পাওয়ার প্লেতে তারা দুজনে মিলে যোগ করেন ৪৯ রান। গিল আউট হয়েছেন ৩৬ রান করে। তিনে নেমে দ্রুত রান তুলতে থাকেন অধিনায়ক হার্দিক। তাতে ১৯ বল বাকি থাকতেই জয় পায় তারা। হার্দিক ৩৯ এবং ঋদ্ধিমান অপরাজিত ছিলেন ৩৪ বলে ৪১ রানের ইনিংস খেলে। দারুণ বোলিংয়ের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন রশিদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০