নিজস্ব প্রতিবেদকঃ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড খুব একটা স্বস্তির নয়। এখন পর্যন্ত ৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র ৩টি। আগামীকাল এই প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলতে মাঠে নামছে সাকিব আল হাসানের দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যে ৬টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
সিরিজ শুরুর আগের দিন বাংলাদেশ অধিনায়ক সাকিব জানিয়েছেন, নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই তাদের। নিজেদের নিয়েই ভাবছেন তিনি। যদিও গত সপ্তাহে এই আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে হেরেছে বাংলাদেশ। চট্টগ্রামে বৃষ্টি বিঘ্নিত প্রথম ওয়ানডেতে হারের পর দ্বিতীয় ম্যাচেও লজ্জায় পড়েছিল টাইগাররা। হারে সিরিজ।
আফগানরা রেকর্ড ব্যবধানে দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজ নিজেদের করে নেয়। যদিও শেষ ম্যাচে স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়ায় বাংলাদেশ। ওয়ানডে সিরিজ হারা শান্ত-লিটনরা এখন সিলেটে নামছে টি-টোয়েন্টির লড়াইয়ে। সিলেটের মাঠে রেকর্ড ভালো নয় স্বাগতিকদের। ২০১৮ সালে দুটি টি-টোয়েন্টি খেলে দুটিতেই হেরেছিল বাংলাদেশ।
যদিও সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড খানিকটা অনুপ্রেরণাদায়ী। গত জানুয়ারিতে সাকিবের দল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়েছে ৩-০ ব্যবধানে। আয়ারল্যান্ডের বিপক্ষেও সিরিজও জিতেছে ২-১ ব্যবধানে। আফগানদের বিপক্ষে সিরিজ শুরুর আগে টাইগার অধিনায়ক সাকিব দলগতভাবে ভালো করার তাগিদ দিচ্ছেন।
সাকিব বলেন, ‘কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা কাউকে নিয়ে আমরা চিন্তা করছি না। আমাদের দলও কোনো একজন ব্যাটসম্যান বা বোলারের ওপর ভরসা করে নেই। আমরা চাই যেন আমরা দলীয়ভাবে পারফর্ম করি, যেটার মাধ্যমে যেন জয়লাভ করতে পারি। আমাদের তাড়না একইরকম রাখার চেষ্টা করব আমরা।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০