Home ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেট রশিদ-রহমত নৈপুণ্যে বড় জয় আফগানিস্তানের

রশিদ-রহমত নৈপুণ্যে বড় জয় আফগানিস্তানের

0

স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বড় জয় পেয়েছে আফগানিস্তান। শনিবার তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ৬০ রানে জিতেছে আফগানরা। সিরিজে তারা এগিয়ে গেল ১-০ তে। দলের বড় জয়ের দিনে ম্যাচ সেরা হয়েছেন রহমত শাহ। যদিও কিছুটা আক্ষেপে পুড়তে হয়েছে তাঁকে। মাত্র ৬ রানের জন্য তিনি পাননি সেঞ্চুরি।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে আগে ব্যাট করে ৫ উইকেটে ২৭৬ রান করে আফগানিস্তান। ১২০ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৯৪ রান করেন রহমত। হাশমতউল্লাহর ব্যাট থেকে আসে ৮৮ রান। ১০৩ বলে সাজানো তার ইনিংসে চার ছিল ১৩টি। রশিদ খান খেলেন ১৭ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস। জিম্বাবুয়ের ব্লেসিং মুজারাবানি ৪ উইকেট নেন ৫২ রান দিয়ে।

রান তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। ব্যক্তিগত ১ রানে সাজঘরে ফেরেন রেজিস চাকাভা। ৪০ বলে ৩০ রান করে অধিনায়ক আরভিন আউট হন। ১১ রান করে ওয়েসলে মাধেবেরে ফেরেন মোহাম্মদ নবীর বলে। এরপর তিনি তুলে নেন ওপেনার ইনোসেন্ট কায়াকে (৩৯)। আফগান এই স্পিনারের তৃতীয় শিকারে পরিণত হন মিল্টন শুম্বা (৫)। ব্যক্তিগত ১৩ রানে রায়ান বার্লকে বোল্ড করে নবী দখলে নেন টানা ৪র্থ উইকেট। সিকান্দার রাজা ৬৭ রানের ইনিংস খেলেন। অলআউট হওয়ার আগে জিম্বাবুয়ে ২১৬ রানের বেশি তুলতে পারেনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version