স্পোর্টস ডেস্ক:: দক্ষিণ আফ্রিকার ব্যাটার রাইলি রুশো রীতিমতো তাণ্ডব চালিয়েছেন। ইংল্যান্ডের লেগস্পিনার ম্যাটি ম্যাককিরনানের চার ওভারের ৮২ রানের ‘রেকর্ড’ হয়ে গেলো। স্বীকৃত টি-২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের বোলিং স্পেল এটি। ইংংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট ভাইটালিটি ব্লাস্টে ‘বিব্রতকর’ বিশ্বরেকর্ডটি হয়েছে।
সামারসেট ও ডার্বিশায়ারের ম্যাচটিতে এই বিশ্ব রেকর্ড হয়েছে। ম্যাটি এক ওভারে ৩৬ রানসহ খরচা করেছেন ৮২ রান। দুই দলের ম্যাচটিতে ৩৩৯ রান এসেছে। আগে ব্যাট সামারসেট ৫ উইকেটে তুলে ২৬৫ রান। ডার্বিশায়ারের বোলারদের তুলোধুনো করে ছেড়েছেন রাইলি রুশো। আট চার ও সাত ছয়ে মাত্র ৩৬ বলে ৯৩ রান করেছেন প্রােটিয়া ব্যাটার।
২৬৬ রানের টার্গেটে খেলতে নামা ডার্বিশায়ার ব্যাটিং ব্যর্থতায় গুটিয়ে গেছে অল্পতেই। পাহাড়সম রানের নিচে চাপে পড়া দলটি মাত্র ৭৪ রান তুলতে পারে। তাতে ১৯১ রানের বড় জয় পায় সামারসেট। স্বীকৃত টি-২০ ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রানের বড় জয়।
টি-২০ ক্রিকেটে এর আগে চার ওভারের স্পেলে সর্বোচ্চ ৮১ রানের ‘রেকর্ড’ ছিলো। ২০১১ সালে পাকিস্তানের সুপার এইট টি-২০ ক্রিকেটে রেকর্ডটি হয়েছিলো। পাক বোলার শারমাদ আনোয়ার ৪ ওভারে ৮১ রান দিয়ে ছিলেন সেই টুর্নামেন্টে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০