রাইলি রুশোর সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে দিলো দক্ষিণ আফ্রিকা

0
54

স্পোর্টস ডেস্ক:: সিরিজ আগেই নিশ্চিত হয়েছে। ভারতীয় টিম ম্যানেজম্যান্ট তাই শেষ টি-২০ ম্যাচে বিরাট কোহলিকে বিশ্রাম দিয়ে ছিলো। নিয়মিত একাদশ খেলায়নি স্বাগতিকরা। তবে সফরকারীদের হোয়াইটওয়াশও করতে পারেনি। রাইলি রুশোর ঝড়ো সেঞ্চুরিতে ভারতকে উড়িয়ে দিয়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করেছে টেম্বা বাভুমার দল।

আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা রুশোর সেঞ্চুরিতে ২২৭ রান তুলেছিলো। জবাবে খেলতে নামা রোহিত শর্মার দল ১৭৮ রানেই গুটিয়ে গেছে। ৪৯ রানের জয়ে তাই সিরিজ শেষ করে প্রোটিয়ারা।

টস হেরে ব্যাট করতে নামা প্রোটিয়ারা শুরু থেকেই মারমুখী ছিলো। মাত্র ৪৮ বলে সাত চার ও আট ছয়ে ১০০ রানে অপরাজিত থাকেন রুশো। ওপেনার ছয় চার ও চার ছয়ে ৪৩ বলে ৬৮ রান করেন। ২৩ রান করেন স্টুবাস। ১৯ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার। তাতেই প্রোটিয়াদের তিন উইকেটে হয়ে যায় ২২৭ রান।

২২৮ রানে টার্গেটে খেলতে নামা ভারত প্রোটিয়াদের বোলিং তোপে মাত্র ১৭৮ রানে গুটিয়ে যায় ১৮.৩ ওভারে। চারটি করে চার ও ছক্কায় ২১ বলে ইনিংস সর্বোচ্চ ৪৬ রান করেন দিনেশ কার্তিক। তিন ছয় ও দুই চারে ১৭ বলে ৩১ রান করেন দীপক চাহার। ১৪ বলে তিন চার ও দুই ছয়ে ২৭ রান করেন ঋশভ পন্থ। ২০ রানে অপরাজিত থাকেন উমেশ যাদব।

প্রোটিয়াদের হয়ে প্রোটিরিয়াস ৩টি, মহারাজা, লুঙ্গি ও পার্নেলরা ২টি করে উইকেট লাভ করেন।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here