স্পোর্টস ডেস্ক:: টস জিতে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা রীতিমতো তাণ্ডব চালাচ্ছে বাংলাদেশী বোলারদের উপর। রাইলী রুশো ও কুইন্টন ডি ককের ব্যাটে টাইগার বোলারদের তুলোধুনো করছে ছাড়ছে প্রােটিয়ারা। দ্রুত গতিতে রান তুলছে তারা। দু’জনেই আদায় করে নিয়েছেন ফিফটি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রোটিয়াদের সংগ্রহ ১৩ ওভার শেষে এক উইকেটে ১৪৬ রান। চার চার ও সাত ছয়ে ৪১ বলে ৮১ রানে রুশো এবং ছয় চার ও তিন ছয়ে ৩৫ বলে ৫৮ রানে কুইন্টন ডি কক অপরাজিত আছেন।
ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ একমাত্র সাফল্যটি পেয়েছিলো ইনিংসের শুরুতে। প্রথমবারের শেষ বলে তাসকিনের শিকারে স্বাগতিক অধিনায়ক টেম্বা বাভুমা ফিরে যান মাত্র ২ রান করে। এরপর থেকেই প্রোটিয়ারা চড়াও হন বাংলাদেশের উপর।