স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের মাটিতে আরও একটি অর্জনে নাম লেখানোর সুযোগ বাংলাদেশের সামনে। তবে সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, রাওয়ালপিন্ডিতে পঞ্চম দিনেও ঝরবে বৃষ্টি।
যদিও একেবারেই ভিন্ন এক খবর নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি ব্যাটার রমিজ রাজা। নিজের ইউটিউব চ্যানেলে দিয়েছেন আবহাওয়ার খবর। রমিজ স্পিকস চ্যানেলে জানিয়েছেন মঙ্গলবার সকালে বৃষ্টির সম্ভাবনা নেই রাওয়ালপিন্ডিতে।
রমিজ বলেন, ‘আপনাদের জন্য ব্রেকিং নিউজ আছে আমার কাছে। আবহাওয়া দপ্তরের সঙ্গে আলাপ হয়েছে আমার। আর তারা আমাকে নিশ্চিত করেছে, বৃষ্টি পাকিস্তান টেস্টের ৫ম দিন বাঁচাতে পারছে না। ৫ম দিনে খেলা হবে, পুরো দিনই খেলা হবে।’ তিনি এও জানান, রাত ২টা এবং ভোর ৫টায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া পুরো দিনই খেলা হওয়ার অবস্থা থাকছে শহরে।
এদিকে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয় পেয়েছিল বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্টে এটিই টাইগারদের প্রথম জয়। দ্বিতীয় টেস্টেও আধিপত্য করছে নাজমুল হোসেন শান্ত বাহিনী। আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার আগে টাইগারদের সংগ্রহ বিনা উইকেটে ৪২ রান। জয়ের জন্য প্রয়োজন আর মাত্র ১৪৩ রান। যার জন্য শেষদিনে অন্তত এক সেশন ব্যাট করতে হবে বাংলাদেশকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০