স্পোর্টস ডেস্কঃ অবশেষে পাকিস্তানের বিপক্ষে টেস্টে জয়ের দেখা পেলো বাংলাদেশ। আজ রাওয়ালপিন্ডিতে ১০ উইকেটে জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। এই প্রথম পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল টাইগাররা। এদিকে টেস্টে বাংলাদেশের এটিই প্রথম ১০ উইকেটে জয়। আর দেশের বাইরে বাংলাদেশের এটি মাত্র সপ্তম জয়, সব মিলিয়ে ২০তম।
প্রথম ইনিংসে পাকিস্তান ৪৪৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে। পরে প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে ৫৬৫ রান। টাইগারদের লিড দাঁড়ায় ১১৭ রানের। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দিলে টাইগারদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের। এর আগে চতুর্থ দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই হোঁচট খায় পাকিস্তান। স্কোরবোর্ডে ৫ রান যোগ হতেই সাইম আইয়ুবের উইকেট হারায় স্বাগতিকরা।
পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানের ব্যাটাররা। একের পর এক উইকেট বিলিয়ে দিতে থাকেন তারা। মেহেদি হাসান ৪টি উইকেট। সাকিব আল হাসান নেন ৩ উইকেট। এছাড়া শরিফুল ইসলাম, নাহিদ রানা ও হাসান মাহমুদ নিয়েছেন একটি করে উইকেট। শেষ দিনে একাই লড়াই করেছেন পাকিস্তানের উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। ৮০ বলে ৫১ রানে থামে তার ইনিংস। তবে রিজওয়ানকে যোগ্য সঙ্গ দিতে পারেন নি কোনো ব্যাটার। আব্দুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম ও রিজওয়ান ছাড়া আর কোনও ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। এছাড়া তিনজন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে।
ওপেনার আব্দুল্লাহ শফিক আউট হন ৩৭ রান করে। শান মাসুদের ব্যাট থেকে আসে ১৪ রান। বাবর আজম ২২ রানে আউট হন। এছাড়া সায়েম আইয়ুব ১, সৌদ শাকিল ০, আগা সালমান ০, শাহিন আফ্রিদি ২, নাসিম শাহ ৩ ও মোহাম্মদ আলি ০। খুররাম শেহজাদ অপরাজিত থাকেন ৫ রানে। ফলে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক পাকিস্তান। এর আগে নিজেদের প্রথম ইনিংসে সাদমান ইসলাম মাত্র ৭ রানের জন্য দেখা পাননি তিন অঙ্কের ম্যাজিল ফিগারের। পরে মাত্র ৯ রানের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন মুশফিকুর রহিম। কিন্তু তার নায়কোচিত ইনিংস আক্ষেপে পোড়ায় পাকিস্তানকে। কেননা মুশফিক, সাদমান, মিরাজদের ব্যাটে প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ৫৬৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। এতে করে বাংলাদেশের লিড পায় ১১৭ রানের। ম্যাচের শেষ দিনে জয়ের জন্য ৩০ রানের লক্ষ্য ৬.৩ ওভারেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ১৩ বলে ১ চারে ৯ রানে অপরাজিত থাকেন সাদমান। ২৬ বলে তিন চারে ১৫ রান করেন জাকির। তার ব্যাট থেকেই আসে জয় সূচক বাউন্ডারি। দারুণ ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরা হয়েছেন মুশফিক।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০