স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার সাড়ে ১১টায় শুরু হবে রাওয়ালপিন্ডি টেস্ট। তবে সকাল থেকে রাওয়ালপিন্ডিতে ঝরছে বৃষ্টি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো‘র মতে দুই দলের মধ্যকার প্রথম টেস্টের টস নির্ধারিত সময়ে হবে না। ভারী বর্ষণের কারণে মাঠের আউটফিল্ড ভেজা থাকায় বিলম্বে হবে টস। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হওয়ার কথা থাকলেও সেটা হয়নি। কখন টস হতে পারে সেটাও এখনো জানা যায়নি। বাংলাদেশ সময় ১১টায় মাঠ পরিদর্শন করার কথা আছে আম্পায়ারদের। আশার খবর হচ্ছে এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হচ্ছে না। ক্রিকইনফো জানিয়েছে, উইকেট থেকে বেশির ভাগ কাভার সরিয়ে ফেলা হয়েছে।
এদিকে দুই দলের মুখোমুখি লড়াইয়ে সব পরিসংখ্যানই পাকিস্তানের পক্ষে। ২০০১ সালের প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে লাল বলের ম্যাচ খেলেছিল টাইগাররা। সেটি ছিল এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। সেই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। এই পর্যন্ত মোট ১৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও পাকিস্তান। এর মধ্যে মাত্র ১টি ম্যাচে ড্র করতে পেরেছে বাংলাদেশ। বাকি ১২টি ম্যাচেই হারতে হয়েছে তাদের। সর্বশেষ ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজের দুটিতেই পরাজিত হয়েছে বাংলাদেশ।
অন্যদিকে মাঠে নামার দুইদিন আগেই সোমবার (১৯ আগস্ট) নিজেদের একাদশ ঘোষণা করেছে পাকিস্তান। অনুমিতভাবেই একাদশে কোনো স্পিনার রাখেনি দলটি। চার পেসার নিয়ে মাঠে নামছে শান মাসুদের দল। পাকিস্তানের মতো বাংলাদেশ দলেও দেখা যেতে পারে পেসারদের আধিপত্য। ধারণা করা হচ্ছে, তিন পেসার ও দুই স্পিন অলরাউন্ডারকে নিয়ে মাঠে নামতে পারে টাইগাররা। পেসবান্ধব উইকেট হলেও সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের স্পিনে ভরসা রাখবে বাংলাদেশ। মূলত এই দুজনের ব্যাটিং সামর্থ্য বিবেচনায় থাকবে দলের।
কুঁচকির চোটে ছিটকে যাওয়া মাহমুদুল হাসান জয়ের বদলে একাদশে জায়গা পেতে পারেন সাদমান ইসলাম। ওপেনিংয়ে তার সঙ্গে থাকবেন জাকির হাসান। নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম এবং লিটন দাস থাকছেন মিডল অর্ডারে। ফিটনেসের কারণে প্রথম টেস্টে থাকবেন না তাসকিন আহমেদ। শরিফুল ইসলাম দেবেন পেস আক্রমণের নেতৃত্ব। তার সঙ্গে সৈয়দ খালেদ আহমেদ ও নাহিদ রানাকে দেখা যেতে পারে। এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এক ইনিংসে দলীয় সর্বোচ্চ রান ছিল ৬ উইকেটে ৫৫৫ রান, ২০১৫ সালে খুলনায়। একই ম্যাচে পাকিস্তান করেছিল ৬২৮ রান। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ইতিহাসে এটিই পাকিস্তানের সর্বোচ্চ রান। অন্যদিকে ২০২১ সালে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে ৮৭ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। আর ২০০৩ সালে মুলতানে বাংলাদেশের বিপক্ষে ১৭৫ রানে অলআউট হয়েছিল পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০