স্পোর্টস ডেস্কঃ চার ফিফটিতে রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ একটি দিন কাটাল বাংলাদেশ। তৃতীয় দিনের খেলা শেষে প্রথম ইনিংসে টাইগারদের সংগ্রহ ৫ উইকেটে ৩১৬ রান। ওপেনার সাদমান ইসলাম অনিকের পর ফিফটি করলেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। তাদের নৈপুণ্যে সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দেখাল দাপট।
১২ ওভারে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ আজ প্রথম সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ফলোঅনে পড়ার শঙ্কা জেগেছিল। নাসিম শাহর অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন জাকির। দুর্দান্ত ক্যাচ তালুবন্দি করেন রিজওয়ান। ৫৮ বলে ১২ রান করেছেন জাকির। বড় স্কোর গড়তে পারেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তার ব্যাটে রানখরা যেন কাটছেই না। খুররম শেহজাদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরার আগে করেন ৪২ বলে ১৬ রান।
এরপর দলের হাল ধরেন সাদমান ইসলাম ও মুমিনুল হক। দুজনই ব্যক্তিগত ফিফটি তুলে নেন। তবে ফিফটির পরে এগোতে পারেননি মুমিনুল। খুররামের দুর্দান্ত বল শান্তর মতোই বুঝে উঠতে পারেননি। সরাসরি বোল্ড হয়ে ফেরার আগে খেলেন ৭৬ বলে ৫০ রানের ইনিংস। সেই সঙ্গে ভাঙে সাদমানের সঙ্গে ৯৪ রানের জুটি। দেখতে দেখতে হাফ সেঞ্চুরি তুলে নেন সাদমান। প্রায় আড়াই বছর পর টেস্ট খেলতে নামা বাঁহাতি এই ওপেনারের এটি তৃতীয় হাফ সেঞ্চুরি। ৭৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। এটি তার টেস্টে ১৯তম হাফ সেঞ্চুরি। শেহজাদের পরের ওভারেই অফ স্টাম্পে করা বল ডিফেন্স করতে গিয়ে লাইন মিস করে বোল্ড হন মুমিনুল।
ব্যক্তিগত ৯৩ রানে মোহাম্মদ আলীর গুড লেন্থের বলের লাইন মিস করে বোল্ড হয়ে আউট হন সাদমান। শেষ সেশনে নতুন ব্যাটার সাকিব আল হাসানকে নিয়ে ব্যাটিংয়ে নামেন মুশফিকুর রহিম। তবে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব। তিনি মাত্র ১৫ রান করে সাইম আইয়ুবের বলে এগিয়ে গিয়ে ড্রাইভ খেলতে গিয়ে কাভারে শান মাসুদের হাতে ক্যাচ দিয়েছেন। ১০৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন মুশফিক। সাদা পোশাকের ক্রিকেটে এটি তার ২৮তম হাফ সেঞ্চুরি। এই ইনিংস খেলার পথেই দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকেও পৌঁছেছেন এই ব্যাটার। এরপর মাত্র ৫২ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন লিটন। দিনের শেষ বেলায় আর কোনো উইকেট হারাতে দেননি মুশফিক ও লিটন। এই দুজন অবিচ্ছিন্ন ৯৮ রানের জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন। ১২২ বলে ৭ চারে ৫৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলছেন অভিজ্ঞ মুশফিক। আগ্রাসী ব্যাটিংয়ে ৫৮ বলে ৮ চার ও ১ ছক্কায় ৫২ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন কিপার-ব্যাটার লিটন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০