স্পোর্টস ডেস্কঃ পাকিস্তান-বাংলাদেশ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। লম্বা সময় বৃষ্টি হওয়ার কারণে এদিন এক বলও মাঠে গড়ায়নি। মধ্যাহ্নবিরতির পর পরিস্থিতি বুঝে প্রথম দিন খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেন অনফিল্ড আম্পায়াররা।
মধ্যাহ্ন বিরতির পর ম্যাচ অফিসিয়ালরা দিনের খেলা বাতিল ঘোষণা করেন। অফিসিয়ালরা জানিয়েছেন, অবিরাম বৃষ্টি এবং মাঠ ভেজা থাকায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করা হল। বৃষ্টির পূর্বাভাস ছিল আগের থেকেই। আকু ওয়েদার অনুযায়ী, শুক্রবার রাওয়ালপিন্ডিতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল ৮৫ শতাংশ। সেটাই হয়েছে। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। সময়ের সঙ্গে বৃষ্টি বাড়তে থাকে। তার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে থাকে। দুপুরের পর সেই বৃষ্টি আরো বেড়ে যায়। এ অবস্থায় ম্যাচ পরিচালনা করা সম্ভব না তা বুঝে যান অফিসিয়ালরা। এজন্য প্রথম দিনের খেলা বাতিল ঘোষণা করেন তারা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০