স্পোর্টস ডেস্কঃ পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেতে বাংলাদেশের দরকার ৩০ রান। প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। পরে প্রথম ইনিংসে সবগুলো উইকেট হারিয়ে বাংলাদেশ তুলে ৫৬৫ রান। টাইগারদের লিড দাঁড়ায় ১১৭ রানের। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ১৪৬ রানে অলআউট করে দিলে টাইগারদের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৩০ রানের।
চতুর্থ দিনের শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেই হোঁচট খায় পাকিস্তান। স্কোরবোর্ডে ৫ রান যোগ হতেই সাইম আইয়ুবের উইকেট হারায় স্বাগতিকরা। পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাক ব্যাটাররা। একের পর এক উইকেট বিলিয়ে দিতে থাকেন তারা। শেষ দিনে একাই লড়াই করেছেন মোহাম্মদ রিজওয়ান। ৮০ বলে ৫১ রানে থামে তার ইনিংস। তবে রিজওয়ানকে যোগ্য সঙ্গ দিতে পারেনি কোনও ব্যাটার।
আব্দুল্লাহ শফিক, শান মাসুদ, বাবর আজম ও রিজওয়ান ছাড়া আর কোনও ব্যাটার ছুঁতে পারেননি দুই অঙ্কের ঘর। এছাড়া জিনজন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। ওপেনার আব্দুল্লাহ শফিক আউট হন ৩৭ রান করে। শান মাসুদের ব্যাট থেকে আসে ১৪ রান। বাবর আজম ২২ রানে আউট হন। এছাড়া সায়েম আইয়ুব ১, সৌদ শাকিল ০, আগা সালমান ০, শাহিন আফ্রিদি ২, নাসিম শাহ ৩ ও মোহাম্মদ আলি ০। খুররাম শেহজাদ অপরাজিত থাকেন ৫ রানে। ফলে ১৪৬ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিক পাকিস্তান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০