নিজস্ব প্রতিবেদক: জাতীয় ক্রিকেট লিগে নিজের বোলিং কারিশমা প্রদর্শন করলেন সিলেটের পেসার আবু জায়েদ চৌধুরী রাহী।
রাজশাহীর সৈয়দ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীকে উড়িয়ে দিয়েছেন রাহী। একে একে রাজশাহীর পাঁচ জনকে ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়েছেন। রাহীর বোলিং তোপে প্রথম ইনিংসে রাজশাহী অল আউট হয়েছে ১শ৯৯ রানে।
রাহী ১৭ ওভার বোলিং করে নিয়েছেন পাঁচ উইকেট। মেডেন সহ রান খরচা করেছেন মাত্র ৫৯ রান। ইকোনমিক রেট ৩.৪৭।
রাহী শুরু করে ছিলেন রাজশাহীর ব্যাটসম্যান নাজমুল হোসাইন শান্তকে দিয়ে। শান্ত ৩৮ বলে মাত্র ১১ রান করে রাহীর বলে উইকেটের পেছনে জাকিরের গ্লাভস বন্দী করান।
রাজশাহীর ইনিংসে সর্বোচ্ছ ৪৬ রান ফরহাদ হোসাইনকেও জাকিরের হাতবন্দী করান রাহী। মাত্র ২ রান করা ফরহাদ রেজাও রাহীর বলে জাকিরের হাতে উইকেট তুলে দেন।
রাজশাহীর হয়ে ২৩ বলে মাত্র ১ রান করা সজিব রাহীর বলে ক্যাচ তুলে দেন রাহাতুলের হাতে। রাহীর সর্বশেষ শিকার সুজন শুন্য রানে প্যাভালিয়ানে ফিরেছেন রাহাতুলের হাতে ধরা খেয়ে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করছেন। ওপেনিংয়ে মাঠে নেমেছেন ইমতিয়াজ হোসেন তান্না ও শানাজ আহমদ। সিলেট ৩ ওভার ৪ বলে সংগ্রহ করেছে ১০ রান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০