নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলে আজ খুলনা টাইগার্সের বিপক্ষে ২৮ রানে জয় পায় দুর্বার রাজশাহী। ম্যাচে ব্যাটে বলে দ্যুতি ছড়িয়েছেন দলটির জিম্বাবুইয়ান অলরাউন্ডার রায়ান বার্ল। ২৫ বলে ৪১ রান করেন ইয়াসির আলী রাব্বি।
ম্যাচের পর রাব্বিকে নিয়ে রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয় বলেন, ‘সত্যি যদি বলি, বিপিএলের শুরুতেই যখন আমাদের কথা হয়, যারা মোটামুটি জানি নিয়মিত ম্যাচ খেলব, সেখানে একটা আত্মবিশ্বাস তৈরি হয়। অনেক দলে থাকে যে, তারা অনেকসময় জানে না প্রতিটা ম্যাচ খেলবে কি না। ফলে পরিকল্পনা করতে কঠিন হয়ে যায়।’
দলের সবাই পরিকল্পনা অনুযায়ী মাঠে নামেন বলেও জানান বিজয়, ‘ইয়াসির-তাসকিনরা জানে, আমি-জিসান কিংবা যারা আসছে বা খেলছে নিয়মিত; তারা জানে যে তারা নিয়মিত খেলবে এবং সুযোগ পাবে। তখন ওদের জন্য একটা পরিকল্পনা করা সহজ হয়ে যায়। আমি মনে করি ওদের সঙ্গে যখন কথা বলেছি অনুশীলনে, তখনই আমাদের কী করণীয়, কী কী করতে হবে পুরো টুর্নামেন্টে, কতটুকু সুযোগ আছে, কী পরিকল্পনায় আমরা নামবো; সেগুলো মোটামুটি একটা কথোপকথন হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০০০