স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুখোমুখি হতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের ঘরের মাঠে দুই দলের মধ্যকার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। এর আগে ইতিমধ্যেই হয়েছে টস।
ম্যাচের টস জিতেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচ খেলতে নামা মহেন্দ্র সিং ধোনি। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন রাজস্থান রয়্যালস।
এই ম্যাচে দুই দলই একাদশে পরিবর্তন এনেছে। চোট কাটিয়ে চেন্নাইয়ের একাদশে ফিরেছেন মঈন আলি। এছাড়া ফিরেছেন মহেশ থিকশানা। বিপরীতে বাদ পড়েছেন মিচেল স্যান্টনার ও ডোয়াইন প্রিটোয়ারিয়াস। তবে ইনজুরির কারণে এই ম্যাচেও খেলা হচ্ছে না দলের তারকা বেন স্টোকসের।
এদিকে রাজস্থান একাদশেও পরিবর্তন এসেছে। চোটের কারণে খেলা হচ্ছে না ট্রেন্ট বোল্টের। এছাড়া বাজে পারফম্যান্সের কারণে একাদশ থেকে বাদ পড়েছেন রিয়ান পরাগ। দলটির ইমপ্যাক্ট রুলের ব্যবস্থাও রাখছে।
চেন্নাই সুপার কিংস একাদশ
মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডেভন কনওয়ে, ঋতুরাজ গায়কোয়াদ, আজিঙ্কা রাহানে, মঈন আলি, শিভম দুবে, রবীন্দ্র জাদেজা, সিসান্দা মাগালা, তুষার দেশপান্ডে, মহেশ থিকশানা ও আকাশ সিং।
রাজস্থান রয়্যালস একাদশ
সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, যশস্বী জয়সুয়াল, দেবদূত পাডিকাল, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, জেসন হোল্ডার, কুলদীপ সেন, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা