রাজস্থানের একাদশে ফিরলেন ট্রেন্ট বোল্ট

0
37

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। কলকাতার ঘরের মাঠ বিখ্যাত ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে সেই ম্যাচের টস হয়েছে ইতিমধ্যে।

আর টস জিতেছেন রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাটিং করতে নামছে নীতিশ রানা নেতৃত্বাধীন কলকাতা নাইট রাইডার্স।

এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে রাজস্থান রয়্যালস। একাদশ থেকে বাদ পড়েছেন কুলদীপ যাদব ও মুরগান অশ্বিন। তাদের পরিবর্তে একাদশে ফিরেছেন ট্রেন্ট বোল্ট ও আসিফ।

এদিকে কলকাতা নিজেদের একাদশে একটি পরিবর্তন এনেছে। দলটির একাদশ থেকে বাদ পড়েছেন ভৈবব আরোরা। তার পরিবর্তে একাদশে ফিরেছেন অনুকূল রায়।

রাজস্থান রয়্যালস একাদশ
সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, যশস্বী জয়সুয়াল, জো রুট, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, আসিফ, সন্দীপ শর্মা ও যুজবেন্দ্র চাহাল।

কলকাতা নাইট রাইডার্স একাদশ
নীতিশ রানা (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, জেসন রয়, ভেঙ্কটেশ আইয়ার, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, শার্দুল ঠাকুর, অনুকূল রায়, হরষিত রানা ও বরুণ চক্রবর্তী।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here