নিজস্ব প্রতিবেদকঃ বিপিএলের নবম আসরের উদ্বোধনী ম্যাচে লড়ছে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুরের হোম অব ক্রিকেটে আগে ব্যাট করে একশ রানও করতে পারেনি চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৮৯ রানে থেমেছে শুভাগত হোমের দল।
কোনোমতে অলআউটের হাত থেকে রক্ষা পেয়েছে চট্টগ্রাম। তবে গড়েছে নতুন লজ্জার রেকর্ড। বিপিএলের উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এর থেকে কম রান নেই আর কোনো দলের। সর্বনিম্ন রানের সেই রেকর্ড চট্টগ্রামের। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে এদিন কেবল আফিফ হোসেন ধ্রুব ও আল আমিন জুনিয়র কিছুটা রান করতে পেরেছেন। মাত্র তিন জন ব্যাটার ব্যক্তিগত রান দুই অঙ্কে নিতে পেরেছেন।
টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই ধুঁকতে থাকে দল। মাশরাফী ও আমিরের করার প্রথম দুই ওভার থেকে মাত্র ১ রান করে মোট ২ রান নিতে পারে চট্টগ্রাম। তবে তৃতীয় ওভারে মাশরাফীকে একটি ছক্কা হাঁকান ওপেনার মেহেদী মারুফ। সেই মারুফ পঞ্চম বলে শিকার হয়েছেন রান আউটের।
আরেক ওপেনার দারউইস রাসুলির সাথে ভুল বোঝাবুঝিতে নন-স্ট্রাইক প্রান্তে রান আউটের কবলে পড়েন মারুফ। আর দারুণ এক থ্রো’তে সেই রান আউটের কারিগর জাকির হাসান। সরাসরি স্টাম্প ভেঙে দেন। যার ফলে ১৪ বলে ১ ছক্কায় ১১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন মারুফ।
এরপর উইকেট পতন হয় রাসুলির। তবে টিকতে পারেননি বেশি সময়। মোহাম্মদ আমিরের করা ইনিংসের পঞ্চম ওভারের দ্বিতীয় বলে প্যাভিলিয়নে ফেরেন রাসুলি। বাউন্সিং বল বুঝতে পারেননি তিনি। উইকেটের পেছনে থাকা মুশফিকের লাফিয়ে উঠা দুর্দান্ত ক্যাচে পরিণত হয়ে ধরতে হয় ড্রেসিং রুমে পথ। নামের পাশে তখন ৯ বলে মাত্র ৩ রান।
পাওয়ার প্লে শেষে দলটির সংগ্রহ ছিল ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ২১ রান। পাওয়ার প্লে শেষে পরের ওভারেই বল করতে আসেন তরুণ রেজাউর রহমান রাজা। আর এসেই শিকার করেন চট্টলার অধিনায়ক শুভাগত হোমের উইকেট। ওভারের দ্বিতীয় বলে উড়িয়ে মারতে গিয়ে তৌহিদ হৃদয়ের হাতে ধরা পড়েন শুভাগত। ৭ বলে ১ রান করেই ফিরেন প্যাভিলিয়নে।
এরপর দশম ওভারে ফিরেন আল আমিন জুনিয়রও। আক্রমণাত্বক খেলতে গিয়ে কলিন অ্যাকারম্যানের করা ওভারের পঞ্চম বলে মুশফিকুর রহিমের স্টাম্পিংয়ের শিকার হন। এর আগে টপ অর্ডারে নামা এই ব্যাটার খেলে যান ২০ বলে ১ বাউন্ডারিতে ১৮ রানের ইনিংস।
পরের ওভারেই প্যাভিলিয়নের পথ ধরেন সদ্য উইকেটে আসা উসমান খান। রাজার বলে উড়িয়ে মারতে গিয়ে মুশফিকুর সহজ ক্যাচে পরিণত হন। ৪ বলে ২ রান করেন আউট হওয়ার আগে। ম্যাচের ১৪তম ওভারে রাজার তৃতীয় শিকার চট্টগ্রামের আরেক বিদেশী ভারতীয় বংশদ্ভোত উন্মুক্ত চাঁদ। এবার ক্যাচ লুফে নেন কলিন অ্যাকারম্যান। উসমানের বিদায়ের পর উইকেটে এসে ১০ বল খেলে মাত্র ৫ রান করে বিপিএলে অভিষেক হলো উন্মুক্তের।
লোয়ার মিডল অর্ডারে মৃত্যুঞ্জয় চৌধুরিকে ৩ রানেই বোতলবন্দি করেছেন মাশরাফী বিন মোর্ত্তাজা। এরপর এক প্রান্ত আগলে রেখে খেলতে থাকা আফিফকে উইকেটের পেছনে থাকা মুশফিকের ক্যাচে পরিণত করে ফেরান মোহাম্মদ আমির। প্যাভিলিয়নে ফেরার আগে ২৩ বলে ৩ বাউন্ডারিতে দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন আমির। ১৯তম ওভারে নিহাদউজ্জামানকে ফিরিয়ে নিজের চতুর্থ উইকেটের দেখা পান রাজা। লোয়ার অর্ডারে কেউ আহামরি কিছু করতে না পারায় মাত্র ৮৯ রানে থেমে যায় চট্টগ্রামের ইনিংস।
সিলেটের হয়ে এক রাজাই ৪ ওভারে ১৪ রানে খরচায় শিকার করেছেন ৪ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। এছাড়াও দারুণ বোলিং করেছেন মোহাম্মদ আমির, মাশরাফী বিন মোর্ত্তাজারা। এর মধ্যে আমির ৪ ওভারে এক মেইডেনসহ মাত্র ৭ রান খরচায় ২ উইকেট শিকার করেন। ৪ ওভারে ১৮ রান খরচ করে মাশরাফী ১টি ও ৩ ওভারে ২২ রান খরচ করে অ্যাকারম্যান ১টি উইকেট শিকার করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post