নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগে আরেকটি জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। বুধবার রেজাউর রহমান রাজার বোলিং তোপে ৬ উইকেটে জিতেছে মোহাম্মদ মিঠুনের দল। আগে ব্যাট করতে নেমে মাত্র ১০৯ রানে গুঁটিয়ে যায় মোহামেডান। জবাব দিতে নেমে বড় জয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।
আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেন মোহামেডানের ইমরুল কায়েস ও রুবেল মিয়া। দুজনে মিলে যোগ করেন ৩৭ রান। ১৬ রান করে আউট হন ইমরুল। রানের খাতা না খুলেই ফেরেন মাহমুদউল্লাহ। ২১ রানে আউট হন রুবেল। টিকতে পারেন নি মাহিদুল ইসলাম অঙ্কনও।
আব্দুল মজিদের ব্যাট থেকে আসে ১৫ রান। শেষদিকে সৈয়দ খালেদ আহমেদ করেন ১৯ রান। প্রাইম ব্যাংকের হয়ে কাশিফ ভাট্টি ৪৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ৬ ওভারে মাত্র ২২ রানে ৩ উইকেট নেন রাজা। দারুণ এই স্পেলে ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন ডানহাতি এই পেসার।
১১০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রান যোগ করেন জাকির হাসান ও শাহাদাৎ হোসেন দিপু। ৩০ রান করা দিপু বিদায় নিলেও তিনে নামা মিঠুনকে নিয়ে রানের চাকা সচল রাখেন জাকির। তবে ১৯ রানে ফেরেন তিনি। এরপর প্রান্তিক নওরজ ও মিঠুন মিলে দলকে ১০০’র ঘরে নিয়ে যান। প্রান্তিক ২৬ বলে ৩০ এবং মিঠুন ২৫ বলে ১৬ রানে ফিরে যান। মোহামেডানের হয়ে অপু ৩৯ রান খরচায় তিন উইকেট নেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০