স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকায় শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। টুর্নামেন্টের ৯ বারের চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। পুরো ম্যাচে দাপট দেখালেও, গোল আদায় করে নিতে পারেননি ভিনিসিয়ুস-রদ্রিগোরা। হোঁচট খেয়ে আসর শুরু করায় সমালোচনা করছেন অনেকেই।
তবে সমর্থকদের ধৈর্য্য দরার আহ্বান জানিয়েছেন ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র। পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া ব্রাজিলকে নিয়ে তিনি জানিয়েছেন রাতারাতি দল তৈরি হয় না। এর জন্য সময় প্রয়োজন। তবে তার দল যেভাবে খেলছে, তিনি বেশ আশাবাদী। ব্রাজিলের পরবর্তী ম্যাচের আগে ইতিবাচক কথায়ই শোনালেন দরিভাল।
দরিভাল বলেন, ‘এটা স্বাভাবিক যে সবশেষ ম্যাচে সবাই একটু ভিন্ন রকমের ফল আশা করেছি। কিন্তু দল যেভাবে খেলেছে, সেটাকেও সাধুবাদ জানানোর মতো, বিশেষ করে আমরা প্রতিপক্ষের রক্ষণে যেভাবে খেলেছি। আমরা যা করছি বা অর্জন করছি তা আমার কাছে পরিষ্কার। আমরা কেবল কাজ শুরু করেছি। আমরা ঠিকঠাকভাবেই এগোচ্ছি।’
৬২ বছর বয়সী এই কোচ আরও বলেন, ‘আমাদেরকে বুঝতে হবে এটা পরিবর্তনের সময়, রূপান্তরের সময়। একটা দল রাতারাতি তৈরি করা যায় না। এটা স্বাভাবিক প্রক্রিয়া। শুধু সবশেষ ম্যাচেই নয়, প্রতি ম্যাচেই নেতিবাচকতার চেয়ে ইতিবাচকতাই বেশি দেখাচ্ছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post