নিজস্ব প্রতিবেদক:: রাতেই কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া। ফুটবল দুনিয়া কাপঁছে বিশ্বকাপের উত্তেজনায়। তবে সেই ম্যাচ দেখার সুযোগ নেই বাংলাদেশের ক্রিকেটারদের। টেস্ট খেলতে চট্টগ্রামে থাকা জাতীয় দলের ক্রিকেটারদের বিশ্বকাপ ম্যাচ না দেখে ঘুমিয়ে পড়ার নির্দেশনা দিয়েছেন প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।
ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসিদের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। সারা দুনিয়ার ফুটবল প্রেমীদের চোখ থাকবে টিভি পর্দায়। নিশ্চয়ই বাংলাদেশ দলের ক্রিকেটাররাও সেই উত্তেজনায়, ফুটবল রোমাঞ্চে শামিল হতে চাইবেন টিভিতে।
অধিনায়ক সাকিব যখন আর্জেন্টিনারই সমর্থক, কাতারে গিয়ে দেখেছেন খেলা, সেমিফাইনালের লড়াই তিনি নিশ্চয়ই মিস করতে চাইবেন না। এখানেই বড় একটা ধাক্কা খেলেন তারা। বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো নিষেধাজ্ঞা দিয়েছেন ক্রিকেটারদের আর্জেন্টিনা ম্যাচ দেখতে। কারণ পরদিনই যে ভারত-বাংলার টেস্ট লড়াই।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, সকালেই টেস্ট। ক্রিকেটারদের খেলা দেখার সুযোগ নেই। কেউ যদি খেলা দেখে সেটা স্টুপিডের মতো হবে। লুকিয়ে দেখলে আমি হতাশ হবো।
ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই চলছে ভারত-বাংলা ক্রিকেটীয় লড়াই। ওয়ানডে সিরিজে উত্তেজনা ছড়ানো বাইশ গজ টেস্ট সিরিজে হয়তো অতটা উত্তেজনা ছড়াতে পারবে না। সাগরিকায় বুধবার থেকেই শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট।
সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমাদেরকে বিছানায় যেতে হবে, এটাই সোজা কথা। টেস্ট ম্যাচ শুরু হবে সকাল সাড়ে নয়টায়, ভোর রাত তিনটা পর্যন্ত জেগে আপনি ফুটবল ম্যাচ দেখতে পারেন না। এটা স্টুপিড। তারা যদি এটা করে (আর্জেন্টিনা-ক্রোয়েশিয়া ম্যাচ দেখা) তাহলে আমি খুবই হতাশ হবো।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০00