স্পোর্টস ডেস্কঃ আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরুর পর টানা চার ম্যাচ হেরেছে বাংলাদেশ। একটি করে জয় পাওয়া চার দলের মধ্যে নেট রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট টেবিলের তলানিতে নেমে গেছে টাইগাররা। জয়ের খোঁজে আগামী শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে সাকিব আল হাসানের দল।
ব্যাট হাতে ছন্দে না থাকায় শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে টোটকা নিতে বিশ্বকাপের মাঝে দেশে ফিরেছিলেন সাকিব। দুদিনের অনুশীলন শেষে আবারও ভারত গেলেন বাংলাদেশের অধিনায়ক। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দলের সঙ্গে যোগ দিতে রাতে কলকাতার বিমান ধরেন তিনি। রাতেই টিম হোটেলে যোগ দেবেন বিশ্ব সেরা অলরাউন্ডার।
বিশ্বকাপে ছন্দে নেই সাকিব। ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে এক ম্যাচ না খেললেও বাকি ম্যাচগুলোতে তাঁর পারফর্ম্যান্স ঠিক সাকিব-সুলভ নয়। ৪ ম্যাচ খেলে তিনি করেছেন মোটে ৫৬ রান। সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। অথচ গত বিশ্বকাপে দুই সেঞ্চুরিসহ সাকিব ৬০৬ রান করেছিলেন সাকিব।
কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে গতকাল বুধবার তিন ঘন্টার একটি ব্যাটিং সেশন করেছেন সাকিব। অনুশীলনে টেকনিক্যাল বা কি সমস্যা নিয়ে কাজ হলো সেটা খোলাসা করতে চাননি ফাহিম। তবে সাকিবের কাছ থেকে ভালো কিছুর আশা করছেন তিনি। বৃহস্পতিবারও ইনডোরে অনুশীলন করেছেন সাকিব। এরপর সন্ধ্যার ফ্লাইটে কলকাতায় রওয়ানা দেন তিনি।
এদিকে সাকিবকে নিয়ে কোচ ফাহিম বলেন, ‘আজকে শুধু ব্যাটিং নিয়েই কাজ হয়েছে। সামনের দুই দিনে বোলিংয়ের কাজও হতে পারে। আজকে অনুশীলনের পর ওকে বেশ ভালো দেখাচ্ছে। তবে কতটা কাজ হলো, সেটা তো ম্যাচে বোঝা যাবে। ম্যাচে ভালো করলে তবেই না কার্যকারিতা ফুটে উঠবে। আশা করি, সাকিব ভালো করবে ও দলকে জেতাবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০