স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিধ্বস্ত ছিল দিল্লি ক্যাপিটালস। আসরে প্রথম পাঁচ ম্যাচ খেলে সবকটিতে হারে দলটি। তবে টানা পাঁচ হারের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দলটি। এরপর সপ্তম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নেয় দিল্লি।
সেই হায়দ্রাবাদের বিপক্ষে দিল্লি আবার মাঠে নামে ২৯ এপ্রিল, শনিবার। তবে দলটিকে এবার হার দেখতে হয়। প্লে-অফে খেলার সম্ভাবনা একেবারে ক্ষীণ থাকা দিল্লি নিজেদের নবম ম্যাচে রাতে মাঠে নামতে যাচ্ছে গুজরাট টাইটান্সের বিপক্ষে দুই দলের লড়াই শুরু হবে মঙ্গলবার রাত ৮টায়। গুজরাটের ঘরের মাঠ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
দুই দলের টেবিলের অবস্থানের আকাশ পাতাল ব্যবধান। এখন পর্যন্ত ৮ ম্যাচ খেলে মাত্র ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে একেবারে সবার নিচে অবস্থান দিল্লির। অপরদিকে গুজরাট দশ দলের মধ্যে ঠিক সবার ওপরে। দলটিও এখন পর্যন্ত সমান ৮ ম্যাচ খেলেছে। তবে নামের পাশে ঠিক উল্টো ৬ জয় ও ২ হারে ১২ পয়েন্ট।
বরাবরের মতো দিল্লির এই ম্যাচের আগে বাংলাদেশে আলোচনায় মুস্তাফিজুর রহমান। কেননা টাইগারদের পেসার এবারের আসরে খেলছেন দিল্লির হয়ে। আসরে মাত্র দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ফিজ। দুই ম্যাচ খেলে, দুটিতেই বেশ খরুচে ছিলেন বাঁহাতি তারকা পেসার। যার ফলে একাদশ থেকে বাদ পড়েন। টানা তিন ম্যাচ ধরে এরপর জায়গা পাচ্ছেন না একাদশে।
বর্তমান চ্যাম্পিয়ন ও টেবিল টপার গুজরাটের বিপক্ষে আজকের ম্যাচেও একাদশে দেখা না যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। দলের একমাত্র বিদেশি পেসার হিসেবে দলে জায়গা পাওয়া দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া আহমরি পারফর্ম না করলেও, দলে জায়গা এক প্রকার পাকা করে ফেলেছেন। তাই এই ম্যাচেও মুস্তাফিজের খেলার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে। যদিও সবশেষ ম্যাচে নরকিয়া বেশ খরুচে থাকায়, সুযোগ আসলেও আসতে পারে।
এদিকে এই ম্যাচ শেষেই দিল্লির ডাগ আউট ছাড়তে হবে মুস্তাফিজকে। বাংলাদেশ দল এখন ইংল্যান্ড সফরে রয়েছে। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে চেমসফোর্ডে। সেই সিরিজকে সামনে রেখে এই পেসারকে ছাড়তে হচ্ছে দিল্লির ঢেরা। সরাসরি ভারত থেকেই ইংল্যান্ডে উড়াল দেওয়ার কথা ফিজের। ১৪ মার্চ সিরিজ শেষে আবারও ফেরার কথা রয়েছে আইপিএলে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা