স্পোর্টস ডেস্কঃ জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ রাতে (সোমবার) মোসাদ্দেক হোসেন সৈকত, হাসান মাহমুদ ও মুনিম শাহরিয়ার দেশ ছাড়ছেন। এরপর আগামী বুধবার (২৭ জুলাই) রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের বাকি সদস্যরা।
আগেই নিশ্চিত হওয়া গেছে নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে বুধবার রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে করে আফ্রিকার দেশটিতে যাবেন লাল সবুজের প্রতিনিধিরা। আজ সৈকত-মুনিমদের জিম্বাবুয়ে যাওয়ার খবর নিশ্চিত করেছেন জাতীয় দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
জানা গেছে আজ রাতে তিন ক্রিকেটারের সাথে ম্যানেজার নাফিস ইকবাল ও ফিজিওসহ পাঁচজনের ছোট দল জিম্বাবুয়ের উদ্দেশে ঢাকা ছাড়বে। এরপর পর ৩০ জুলাই রাত ১টা ৪০ মিনিটে ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা ঢাকা ত্যাগ করবেন। প্রায় ৫ দিন অনুশীলনের সুযোগ পাবেন তামিম ইকবালরা। ৫ আগস্ট থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।
ওয়ানডের আগে ৩০ জুলাই থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। পরদিন ৩১ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। ১ দিন বিরতি দিয়ে ২ আগস্ট হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। বাংলাদেশ সময় বিকাল ৫টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে সবগুলো খেলা হবে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০