নিজস্ব প্রতিবেদকঃ ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জেতার পর বিশ্রামের সুযোগ পাচ্ছেন না শামীম হোসেন পাটোয়ারি, নাসুম আহমেদ, রেজাউর রহমান রাজারা। কারণ আয়ারল্যান্ডের বিপক্ষে বুধবার প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে হচ্ছে তাদের। মঙ্গলবার সন্ধ্যায় মিরপুরে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ জিতে ইংলিশদের হোয়াইটওয়াশ করেছে সাকিব আল হাসানের দল। এরপরদিন সকালেই (বুধবার) আইরিশদের বিপক্ষে বিসিবি একাদশের হয়ে মাঠে নামতে হচ্ছে শামীম-নাসুমদের।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে আজ ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি (বাংলাদেশ ক্রিকেট বোর্ড)। স্কোয়াডে আছেন আইরিশদের বিপক্ষে ঘোষিত ওয়ানডে দলে থাকা ইয়াসির আলি চৌধুরী রাব্বি, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, জাকির হাসানরা। এছাড়া জাতীয় দলের বাইরে থাকা সৌম্য সরকারও আছেন ১৩ সদস্যের দলে।
আগামীকাল বুধবার (১৫ মার্চ) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড-২ এ আইরিশদের বিপক্ষে ৫০ ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে বিসিবি একাদশ। সকাল সাড়ে ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এরপর আগামী ১৮ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ১৩ সদস্যের বিসিবি একাদশ:
সৌম্য সরকার, আশেক আহমেদ রোহান, ইয়াসির আলী রাব্বি, শামিম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, শাহাদাত হোসেন দিপু, নাসুম আহমেদ, রিশাদ আহমেদ, রেজাউর রহমান রাজা, শরিফুল ইসলাম, জাকির হাসান, মুশফিক হাসান ও আরিদুল আকাশ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০