স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ড সফর শেষ করে এখন বাংলাদেশের পথে ক্রিকেটাররা। নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা ইতিমধ্যেই উড়াল দিয়েছেন নিজ দেশের উদ্দেশ্যে। সোমবার রাতেই দেশে পৌছার কথা রয়েছে পুরো দলের। তবে দলের সাথে ফিরছেন না প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে।
লঙ্কান কোচ সরাসরি নিউজিল্যান্ড থেকে উড়াল দিচ্ছেন অস্ট্রেলিয়ায়। যেখানেই হাথুরুর বসবাস এখন। পরিবারকে নিয়ে সেখানে ছুটি কাটাবেন হাথুরু। আপাতত ক্রিকেটের ব্যস্ততা নেই, তাই বাংলাদেশে আসছেন না তিনি।
এবারের নিউজিল্যান্ড সফর বেশ ভালোভাবেই কেটেছে বাংলাদেশের। ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে হারলেও, প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে তাদের মাঠে ওয়ানডেতে হারানোর কীর্তি গড়েছে টাইগাররা। টি-টোয়েন্টিতেও কিউইদের তাদের মাটিতে প্রথমবার হারিয়েছে শান্তর নেতৃত্বাধীন দল। যদিও ১-১ সমতায় শেষ হয়েছে সিরিজ। একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
এছাড়া ব্যক্তিগত পারফরম্যান্স নজর কেড়েছে বেশ। সৌম্য সরকার প্রত্যাবর্তনে খেলেছেন ১৬৯ রানের রেকর্ড গড়া ইনিংস। শরিফুল ইসলাম পেসে আলো ছড়িয়েছেন দুই ফরম্যাটেই। টি-টোয়েন্টিতে তো হয়েছেন সিরিজ সেরা। সব মিলিয়ে নিউজিল্যান্ড সফর স্মরণীয় হয়েই থাকছে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post