স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপ দলে না থাকা তামিম ইকবালের বক্তব্যের কিছু উত্তর নিয়ে গত রাতে দেশীয় একটি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দেন সাকিব আল হাসান। ভারতে অবস্থান করা বাংলাদেশ অধিনায়ক এবার আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হচ্ছেন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) রাত ১১টায় দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারটির দ্বিতীয় পর্ব প্রকাশিত হবে।
বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়া তামিম বুধবার বিকেলে এক ভিডিও বার্তা দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে তিনি দাবি করেন, বিশ্বকাপে তাঁকে মিডল অর্ডারে ব্যাট করার কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিমের এমন মন্তব্যকে এবার ছেলেমানুষি বলেছেন অধিনায়ক সাকিব। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রোহিত শর্মার মতো প্লেয়ার ৭ নম্বর থেকে ওপেনিংয়ে এসে ১০ হাজার রান করে ফেলেছে। তো ও (তামিম) যদি দলের প্রয়োজনে মাঝে মাঝে ৩-৪ এ খেলে বা ব্যাটিংয়ে নামে তাহলে কি খুব প্রবলেম হয়?’
সাকিব আরও বলেন, ‘এটা আসলে আমার মনে হয় অনেকটা বাচ্চা মানুষের মতো, যে আমার ব্যাট আমিই খেলবো আর কেউ খেলতে পারবে না। টিমের প্রয়োজনে যেকেউ যেকোনো জায়গায় খেলতে রাজি থাকা উচিত। টিম ফার্স্ট। আপনি একশো করলেন দুইশো করলেন এটা কোনো পার্থক্য গড়ে দেয় না।’
‘এই বিশ্বকাপই শেষ। এরপর একদিনও (অধিনায়কত্ব) করবো না। যে কারণে আমি এশিয়া কাপের আগে নিতে চাইনি। এরপরও এটা না। আমার কাছে মনে হয়েছে আমি হাসতে চাই, খেলতে চাই, পারফর্ম করতে চাই। এই একটা কারণে আমি করতে চাইনি। আর কোনে কারণ নেই। বেস্ট হয় যদি অধিনায়ক না থাকি। অধিনায়কত্ব কি আমার কোনো ভেল্যু এড করতেছে ক্যারিয়ারে এই স্টেজে এসে? আমি তো মনে করি না।’
সাকিব আরও বলেন, ‘আমার অধিনায়কত্ব নেওয়ার ইচ্ছা ছিল না। আমি কখনও ভাবিও নাই কেউ ওই সময় অধিনায়কত্ব ছেড়ে দিবে। তারপর আমাকে এশিয়া কাপের দলে পাঠাল। আমি দেখলাম রিয়াদ ভাই (মাহমুদউল্লাহ রিয়াদ) দলে নেই। আমার কিছু বলার ও ছিল না। কারণ পরের দিনে সবাই রওনা দিয়েছে। আমাকে সবাই বলতেছে আমি নাকী রিয়াদ ভাইকে নেইনি। এইসব হাস্যকর কথা। মানুষের সাইলকোলজি এমন কেনও? আমি কিছু জানি না। তাও আমার দোষ দেওয়া হয়েছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০