স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে আজ থেকে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে সেটি। ১৮ সেপ্টেম্বর, উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ দল। যেখানে টাইগ্রেসদের প্রতিপক্ষ আয়ারল্যান্ড।
বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই ম্যাচ। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। প্রথম ম্যাচে খানিকটা শক্তিশালী প্রতিপক্ষই বাংলাদেশের জন্য। তবে নিজেদের গ্রুপে ফেবারিট হিসেবেই মাঠে নামছে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের অপর দুই সঙ্গী স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
শেষ মূহুর্তে বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে। ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন জাহানারা আলম। অনুশীলনের সময় হাতে চোট পান ২৯ বছর বয়সী এই ক্রিকেটার। এই বিশ্বকাপ বাছাই দিয়েই টি-টোয়েন্টি দলে ফিরেন জাহানারা। তবে ছিটকে যেতে হয়েছে না খেলেই।
শুধুমাত্র জাহানারাই নন, তার সাথে আসরে খেলা হচ্ছে না ফারজানা হক পিংকিরও। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় তিনি খেলতে পারবেন না। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অন্ততপক্ষে পাঁচ দিন থাকতে হবে আইসোলেশনে। যার জন্যই ছিটকে গেছেন টুর্নামেন্ট থেকে।
এই দুই ক্রিকেটারেরই বদলি নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফারিহা ইসলামকে দলে নেওয়া হয়েছে জাহানারার পরিবর্তে। কমনওয়েলথ গেমসের বাছাইয়ে খেললেও, বিশ্বকাপ বাছাই থেকে বাদ পড়েছিলেন। ভাগ্য সুপ্রসন্ন থাকায় এবার ডাক পেয়ে গেলেন। এদিকে ফারজানার পরিবর্তে নেওয়া হয়েছে সোহেলি আক্তারকে। এখন পর্যন্ত ২ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টি খেলা সোহেলি ৮ বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন।
বিশ্বকাপ বাছাইয়ে নিশ্চিতভাবেই ভালো কিছু করার লক্ষ্য বাংলাদেশ দলের। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়ার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছিলেন আশার কথা। বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে খেলতে যান তারা। তবে সবার আগে লক্ষ্য দলের কোনোভাবে ফাইনালে খেলা। নিজেদের ওপর সেই বিশ্বাস আছে বলেই জানিয়েছেন টাইগ্রেসদের দলনেত্রী।
৮ দলের টুর্নামেন্টে ফাইনাল খেলতে পারলেই নিশ্চিত হবে ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট। গ্রুপ পর্বের খেলা শেষে প্রতি গ্রুপ থেকে দুটি করে মোট চার দল ওঠবে সেমি ফাইনালে। এরপর দুই সেমি ফাইনাল জয়ী দল নিশ্চিত করবে ফাইনাল। ফাইনাল জিততে পারলে মিলবে বাছাই পর্বের শিরোপা জেতার সুযোগ।
রোববারের ম্যাচের পর ১৯ সেপ্টেম্বর একই মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। সবশেষ ২১ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলতে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।
১৫ সদস্যের বাংলাদেশ দল
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), শারমিন আক্তার সুপ্তা, শামীমা সুলতানা, সোহেলি আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, লতা মণ্ডল, সালমা খাতুন, শোবানা মোস্তারি, নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, ফারিহা ইসলাম, ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও মারুফা আক্তার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা