স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাতে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। দলটির প্রতিপক্ষ বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ব্যাঙ্গালোরের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এই ম্যাচের আগে স্বাভাবিকভাবে বাংলাদেশের ক্রিকেটে আলোচনায় লিটন দাস। একাদশে এই উইকেটরক্ষক ব্যাটারের সুযোগ হবে কিনা, সেই প্রশ্ন রয়েছে। দিল্লি ক্যপিটালসের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৪ বলে মাত্র ৪ রান করেন লিটন। উইকেট কিপিংয়েও ব্যর্থ হয়েছেন। সহজ স্টাম্পিং মিস করেছেন তিনি। যার ফলে পরের ম্যাচ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে একাদশে দেখা যায়নি বাংলাদেশের তারকাকে।
এবার ব্যাঙ্গালোরের বিপক্ষেও দেখা যাবে কিনা সেই নিয়ে সংশয় আছে। টানা চারে বিধ্বস্ত কলকাতা। এখনও টিম ম্যানেজম্যান্ট নিজেদের সেরা একাদশ খুঁজে পায়নি। সবশেষ ম্যাচে লিটনের পরিবর্তে খেলানো হয় ডেভিড ভিসেকে। সেই তিনিও বল ও ব্যাট হাতে ব্যর্থ। এছাড়া অফ ফর্ম যাচ্ছে আন্দ্রে রাসেল, সুনীল নারাইনদেরও। সেই বিবেচনায় মাত্র এক ম্যাচে সুযোগ পাওয়া লিটন একাদশে জায়গা পাওয়ার দাবিদার।
টানা চার হারে ব্যাকফুটে রয়েছে কলকাতা, এই ম্যাচ দিয়ে ফিরতে চায় জয়ের পথে। তবে কলকাতা দল একাদশ নিয়ে কী ভাবছে, সেটি গুরুত্বপুর্ণ। সব মিলিয়ে ৭ ম্যাচ খেলে মাত্র ২ জয়ের বিপরীতে ৫ হার দলটির নামের পাশে। ৪ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে টেবিলের ৮ নম্বরে অবস্থান কলকাতার। অপরদিকে সমান ম্যাচে ৪ জয় ও ৩ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে ব্যাঙ্গালোর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post