স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সোমবার নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে চেন্নাই সুপার কিং। ঘরের মাঠ চিপকে রাত ৮টায় কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেবে পাঁচ বারের চ্যাম্পিয়নরা। এই ম্যাচের একাদশ নিয়ে চলছে আলোচনা। কারণটা অবধারিতই, বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান আছেন চেন্নাইয়ের ঢেরায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা সংশ্লিষ্ট কাজে আইপিএল ছেড়ে দেশে এসেছিলেন মুস্তাফিজুর রহমান। যার জন্য গেল শুক্রবারের ম্যাচে খেলতে পারেননি চেন্নাই সুপার কিংসের এই ক্রিকেটার। তবে আবারও আইপিএল খেলতে দেশ ছেড়েছেন এই তারকা। রোববার রাতেই চেন্নাই দলে যোগ দিয়েছেন তিনি। তাই কলকাতার বিপক্ষে ম্যাচের জন্য খেলতে প্রস্তুতই আছেন।
দলটির অন্যতম সফল বোলার হিসেবে মুস্তাফিজের একাদশে থাকার সম্ভাবনা প্রবল। একইসাথে চিপকের উইকেটও মুস্তাফিজের জন্য আদর্শ। তার উপর দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার মাথিশা পাথিরানা এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। আগের ম্যাচে মুস্তাফিজকে মিস করার কথা উঠে এসেছে ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে চেন্নাইয়ের টিম ম্যানেজম্যান্টের কাছ থেকেও। তাই ফিজকে দেখা যেতে পারে একাদশে।
যদিও, সবশেষ ম্যাচে মুস্তাফিজের পরিবর্তে খেলা মহেশ থিকশানা খুব একটা খারাপ করেননি। কিন্তু দলে রবীন্দ্র জাদেজা, মঈন আলির মতো স্পিনার থাকতে, বাড়তি একজন স্পিনার খেলানো হবে কিনা, সেই নিয়েও আছে প্রশ্ন। সব প্রশ্নের উত্তর মিলতে পারে সোমবার রাতে যখন ঋতুরাজ গায়কোয়াদ টস করতে নামবেন।
এবারের আইপিএলের শুরুটা বেশ ভালো হয়েছে মুস্তাফিজের। তিন ম্যাচ খেলে ৭ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেটশিকারি তালিকার শীর্ষে ছিলেন। যদিও দেশে ফেরায় এক ম্যাচ মিস করে সেই জায়গা হারিয়েছেন তিনি। বর্তমানে ৮ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন রাজস্থান রয়্যালসের যুজবেন্দ্র চাহাল। তবে একাদশে সুযোগ পেলে, ভালো পারফর্ম করে সেই জায়গা পুনরোদ্ধার করার সুযোগ থাকবে ফিজের সামনে।
Discussion about this post