রাতে মাঠে নামছে দিল্লি, একাদশে মুস্তাফিজ সুযোগ পাবেন তো?

0
52

স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বিধ্বস্ত ছিল দিল্লি ক্যাপিটালস। আসরে প্রথম পাঁচ ম্যাচ খেলে সবকটিতে হারে দলটি। তবে টানা পাঁচ হারের পর নিজেদের ষষ্ঠ ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পায় দলটি। এরপর সপ্তম ম্যাচে গেল সোমবার সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে টানা দ্বিতীয় জয় তুলে নেয় দিল্লি।

সেই হায়দ্রাবাদের বিপক্ষে দিল্লি আবার মাঠে নামতে যাচ্ছে রাতে। দুই দলের লড়াই শুরু হবে শনিবার রাত ৮টায়। দিল্লির ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে এবার অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দুই দলই টেবিলের তলানিতে অবস্থান করছে। ৭ ম্যাচ খেলে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে দশ দলের মধ্যে একেবারে সবার নিচে অবস্থান দিল্লির। অপরদিকে হায়দ্রাবাদ ঠিক তার ওপরে। দলটিও এখন পর্যন্ত সমান ৭ ম্যাচ খেলে সমান ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিতে পেরেছে কেবল। রান রেটে এগিয়ে থাকায় টেবিলের ওপরে অবস্থান করছে দিল্লির চেয়ে।

এই ম্যাচের আগে বাংলাদেশে আলোচনায় মুস্তাফিজুর রহমান। কেননা টাইগারদের পেসার এবারের আসরে খেলছেন দিল্লির হয়ে। আসরে দুটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ফিজ। দুই ম্যাচ খেলে, দুটিতেই বেশ খরুচে ছিলেন বাঁহাতি তারকা পেসার। যার ফলে কলকাতার বিপক্ষে একাদশ  থেকে বাদ পড়েন। হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচেও একাদশে মুস্তাফিজকে দেখা যায়নি।

একই দলের বিপক্ষে আজকের ম্যাচেও একাদশে দেখা না যাওয়ার সম্ভাবনা ক্ষীণ। গেল ম্যাচে বোলাররা পারফর্মও করেছে। দলের একমাত্র বিদেশি পেসার হিসেবে দলে জায়গা পাওয়া দক্ষিণ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া পারফর্ম করছেন নিয়মিত। তাই আইপিএলে নিজের প্রথম দলের বিপক্ষে মুস্তাফিজের খেলার সম্ভাবনা খুব একটা নেই বললেই চলে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here