রাতে মাঠে নামছে ব্রাজিল, ভোরে আর্জেন্টিনা

0
7

স্পোর্টস ডেস্ক:: ব্রাজিল-আর্জেেন্টিনা দু’দলেরই ম্যাচ আছে আজ রাতে। মেয়েদের কোপা আমেরিকায় একই ভেন্যুতে পৃথক ম্যাচে নামবে নামে দুই দল। নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিল জিতেছে। আর্জেন্টিনার মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের মেয়েদর কাছে হেরেছে ৪-০ গোলের বড় ব্যবধানে।

প্রথম জয়ের সন্ধানে থাকা আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। আর দ্বিতীয় জয়ের সন্ধানে থাকা ব্রাজিলের মেয়েদের প্রতিপক্ষ উরুগুয়ে। ব্রাজিলের মেয়েদর ম্যাচটি রাত ৩টায় শুরু হবে। আর্জেন্টিনার মেয়েদের ম্যাচটি বাংলাদেশ সময় ভোর ৬টা‍য় শুরু হবে।

কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিও স্টেডিয়ামে দুই দলই মাঠে নামবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার ব়্যাঙ্কিংয়ে ব্রাজিল-আর্জেন্টিনার মেয়েদের ব্যবধান বেশ। দুই দলের ম্যাচেও সেটা ফুটে উঠেছে। ব্রাজিল নবম স্থানে থাকলেও আর্জেন্টিনা আছে ৩৫তম স্থানে। কনমেবল অঞ্চলের ১০ দেশ দুই গ্রুপে খেলছে। তবে ‘বি’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা-ব্রাজিল।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here