রাতে মাঠে নামছে স্পেন-ইতালি

0
16

স্পোর্টস ডেস্ক: ২০১৮ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আজ রাতে মাঠে নামছে ফুটবলের দুই প্রতিদ্বন্ধী স্পেন-ইতালি। আজ বাংলাদেশ সময় রাত পৌনে ১ টায় ফুটবল যুদ্ধে মাঠে নামবে এ দল দু’টি।

বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলের গ্রুপ ‘জি’তে রয়েছে স্পেন ও ইতালি। যেখানে আরও রয়েছে আলবেনিয়া, মেসিডোনিয়া, ইসরাইল ও লিচেনস্টেইন। এ ম্যাচটি ইতালি ঘরের মাঠ তুরিনের জুভেন্টাস স্টেডিয়ামে স্প্যানিশদের আতিথিয়েতা দেবে।

বাছাইপর্বে এর আগে একটি করে হওয়া ম্যাচে দু’দলই জয় পেয়েছে। যেখানে ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন পুঁচকে লিচেনস্টেইনকে ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে। অপরদিকে চারবারের বিশ্বকাপ জয়ী ইতালি ৩-১ গোলে জয় পেয়েছে ইসরাইলের বিপক্ষে।

ফুটবলে স্পেন ও ইতালি এখন পর্যন্ত ৩৫বার মুখোমুখি হয়েছে। যেখানে ১১বার জয় পেয়েছে ইতালি। আর ১০বার স্পেন। বাকি ১৪ ম্যাচে কোনো ফলাফল আসেনি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here