স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে আজ। সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে ম্যানচেস্টার সিটি। মঙ্গলবারের আরেক ম্যাচে আর্সেনালের প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ। এবারের আসরে আজকের প্রথম লেগের খেলা শুরু হবে রাত ১টায়।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সফল দল রিয়াল মাদ্রিদ। রেকর্ড ১৪বারের চ্যাম্পিয়ন তারা। অন্যদিকে সিটি সাম্প্রতিক সময়ে আছে ফর্মের তুঙ্গে। কোচ পেপ গার্দিওলার অধীনে গত মৌসুমে ইউরোপ সেরার খেতাব অর্জন করেছিল তারা। এবারের আসরে তাদের এগিয়ে যাওয়ায় কোয়ার্টারে বাঁধা রিয়াল। গত মৌসুমে সেমিফাইনালে কার্লো আনচেলত্তির দলকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিল তারা।
সিটি ও রিয়াল মাদ্রিদের নকআউট ম্যাচে যে জয় পায়, তারাই শিরোপা জিতে নেয়। গত কয়েক মৌসুম ধরে পরিসংখ্যানটা এমনই হয়ে গেছে। ২০২১-২২ মৌসুমে সিটিকে সেমিতে বিদায় করেছিল রিয়াল। সেবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা উঠেছিলো রিয়ালের হাতে। আর গত মৌসুমে রিয়ালকে হারিয়ে ফাইনালে ওঠে সিটি। আর সেই সিটিই শিরোপা ঘরে তোলে। এবার তাদের ধ্রুপদী লড়াই দেখার অপেক্ষায় ফুটবল বিশ্ব।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post