স্পোর্টস ডেস্কঃ শুক্রবার মধ্যরাতে পর্দা উঠছে মেজর লিগ ক্রিকেট (এমএলসি)। টুর্নামেন্টটির দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন এমআই নিউ ইয়র্ক ও সিয়াটল ওরকাস। বাংলাদেশ সময় রাত দেড়টায় শুরু হবে ম্যাচটি। এবারের আসরে প্রথমবারের মতো খেলছেন কোনো বাংলাদেশি ক্রিকেটার। আর তিনি হচ্ছেন সাকিব আল হাসান।
উদ্বোধনী দিনে মাঠে নামছে সাকিবের দল লস অ্যাঞ্জেলস নাইট রাইডার্সও। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় টেক্সাস সুপার কিংসের বিপক্ষে খেলতে নামবে শাহরুখ খানের মালিকাধীন ফ্র্যাঞ্চাইজি। তাদের প্রতিপক্ষও আইপিএলের সফলতম দল চেন্নাই সুপার কিংসের মালিকাধীন।
সাকিবের দলের নেতৃত্বে আছেন ক্যারিবিয়ান তারকা সুনীল নারাইন। এছাড়াও দলে আছেন আন্দ্রে রাসেল, জেসন রয়, ডেভিড মিলার, অ্যাডাম জাম্পা, অ্যালেক্স ক্যারি, জশ লিটল, আলি খানদের মতো ক্রিকেটার। প্রতিপক্ষ দলেও তারকার কমতি নেই। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বাধীন দলটিতে আছেন ডেভন কনওয়ে, এইডেন মার্করাম, মার্কাস স্টোয়নিস, মিচেল স্যান্টনার, ড্যারিল মিচেল, নাভীন উল হক, নূর আহমেদের মতো ক্রিকেটার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post