স্পোর্টস ডেস্ক:: প্রতিপক্ষের জালে ৯ গোল দিয়ে নিজেরা কোনো গোল হজম না করেই দেশে ফিরলো বাংলাদেশ দল। রাগের রাতে সিঙ্গাপুরকে হারিয়ে দেওয়া বাংলাদেশ নারী দল আজ সকালেই ঢাকায় পৌঁছেছে। বিমাবন্দরে মেয়েদের ফুল দিয়ে বরণ করে নিয়েছেন বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।
এএফসি অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে গত রাতে সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারায় বাংলাদেশ। আগের ম্যাচে তুর্কমেনিস্তানকে ৬-০ গোলে হারিয়ে ছিলো তরা। বাছাইয়ের প্রথম পর্বে বাংলাদেশের মেয়েরা কোনো গোলই হজম করেনি।
আগামি ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বাছাইয়ের দ্বিতীয় পর্ব অনুষ্টিত হবে। প্রথম পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ খেলবে দ্বিতীয় পর্বে। তবে দ্বিতীয় পর্বের আয়োজক দেশ কে সেটা এখনো নিশ্চিত নয়।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post