রাতে সিটি-মাদ্রিদ মহারণ

0
73

স্পোর্টস ডেস্কঃ আজ রাতে শুরু হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। মঙ্গলবার রাতে শেষ চারের প্রথম লেগে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। আজ বাংলাদেশ সময় রাত ১টায় সান্তিয়াগো বার্ন্যাব্যুতে লড়বে দু’দল।

সাম্প্রতিক ফর্ম বিবেচনায় কিছুটা এগিয়ে থেকেই সান্তিয়াগো বার্নাব্যুতে নামবে সিটি। পেপ গার্দিওলার দল একমাত্র অপরাজিত দল হিসেবে আসরের শেষ চারে জায়গা করে নেয়। যারা শেষ আটে বিধ্বস্ত করে এসেছে বায়ার্ন মিউনিখের মতো জায়ান্টকে।

অন্যদিকে রিয়াল ইউরোপ সেরার মঞ্চে ‘রাজা’। রেকর্ড শিরোপাধারী কার্লো আনচেলত্তির দল গতবার সিটিকে বিদায় করে জিতেছিল শিরোপা। এবারো মাদ্রিদের দলটি ছেড়ে কথা বলবে না। নক আউটে দুই ইংলিশ প্রতিপক্ষ লিভারপুল ও চেলসিকে উড়িয়ে দিয়েছে আনচেলত্তির দল।

গতবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে নিজেদের মাঠে ৪-৩ গোলে জেতা সিটি রিয়ালের মাঠে ৮৯ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে ছিল। তবে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ৯০ ও ৯১ মিনিটে গোল করে সমতায় আনে রিয়াল। ৯৫ মিনিটে করিম বেনজেমার পেনাল্টি সিটিকে করে দেয় স্তব্ধ।

ইউরোপ সেরার মঞ্চে নবমবারের মতো মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও সিটি। আগের আট ম্যাচে দুই দলই জিতেছে সমান তিনটি করে, অন্য দুটি ড্র। এদিকে কোচ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে দশমবার সেমিফাইনালে নামতে যাচ্ছেন গার্দিওলা।

বার্সেলোনা-বায়ার্ন মিউনিখ-সিটির হয়ে আগের ৯ সেমিতে ৬ বার ছিটকে গিয়েছিল গার্দিওলার দল। যার সবশেষ ছিটকে যাওয়া ছিল গত মৌসুমে, রিয়ালের বিপক্ষে। এদিকে রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন মাদ্রিদ। এই আসরেও চিরায়ত ফেভারিট তারা। আজ জিতলে ফাইনালের পথে এগিয়ে থাকবে স্প্যানিশ জায়ান্টরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here