নিজস্ব প্রতিবেদকঃ টানা চার হারে বিধ্বস্ত সিলেট স্ট্রাইকার্স। ঘরের মাঠে দুই হার দলটিকে হতাশায় নিমজ্জিত করে দিয়েছে। এখনও জয়ের মুখ দেখা না পাওয়া সিলেট মঙ্গলবার রাতে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামছে। যেখানে স্বাগতিকদের প্রতিপক্ষ শক্তিশালি ফরচুন বরিশাল। যারাও হারের বৃত্তে বন্দি।
সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচে সিলেটের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তাজা খেলবেন কি-না, সেই নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কারণ, আজ থেকে শুরু হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। আর হুইপ হিসেবে নতুন দায়িত্ব পাওয়া ম্যাশের সেখানে উপস্থিত থাকার কথা।
যার জন্য রাতের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফীর খেলা নিশ্চিত নয়। গুঞ্জন রয়েছে, ইতিমধ্যে সোমবারের ম্যাচ খেলে ঢাকা চলে গিয়েছেন মাশরাফী। রাতে একটি ফ্লাইটে ঢাকা উড়াল দেন সিলেটের অধিনায়ক। এতে করে মাশরাফীর খেলা না’ও হতে পারে মঙ্গলবারের ম্যাচে।
তবে সেই গুঞ্জনের ভিত্তি নিয়ে রয়েছে ধোঁয়াশা। এমনও শোনা যাচ্ছে মঙ্গলবারের ম্যাচে খেলবেন ম্যাশ। ঢাকা যাননি তিনি। আবার শোনা যাচ্ছে সোমবার ঢাকা গিয়ে মঙ্গলবার আবার চলে আসবেন ম্যাচের আগেই। সব মিলিয়ে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না এখনই।
যদি মাশরাফী শেষ পর্যন্ত না খেলেন, তাহলে দলটির নেতৃত্বে দেখা যাবে মোহাম্মদ মিঠুনকে। তিনিই দলের সহ-অধিনায়ক। যার ফলে স্বাভাবিকভাবেই নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করার কথা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post