নিজস্ব প্রতিবেদকঃ বুধবার রাতে সিলেট পৌঁছেছে ফরচুন বরিশাল। চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বে সাকিব আল হাসানের দল ম্যাচ খেলবে দুটি। আগামীকাল (শুক্রবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামবে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা বরিশাল। এরপরের ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা ডমিনেটরস।
বুধবার রাতে সিলেট পৌঁছে পরদিনই (বৃহস্পতিবার) সকালে অনুশীলনে নেমেছে বরিশাল। সিলেট গ্রাউন্ড-২’এ সিলেট পর্বের লড়াই শুরুর আগে নিজেদের প্রস্তুত করছেন দলটির ক্রিকেটাররা। তবে অনুশীলনে অধিনায়ক সাকিবকে দেখা যায় নি। বাঁহাতি এই অলরাউন্ডার না থাকলেও বরিশালের পাকিস্তানি ক্রিকেটার ইফতিখার আহমেদ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়ররা আছেন। এনামুল হক বিজয়-সানজামুলরাও আজ করছেন অনুশীলন।
৭ ম্যাচ খেলে ৬ জয় ও ১ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষস্থানে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশালের ৭ ম্যাচে ৫ জয় ও ২ পরাজয়ে সংগ্রহ ১০ পয়েন্ট। এরপর যথাক্রমে রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সমান চার পয়েন্ট করে রয়েছে খুলনা, ঢাকা ও চট্টগ্রামের।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post