নিজস্ব প্রতিবেদকঃ বরাবরই দেশের ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত হন শেখ হাসিনা। ফের একবার সেটারই নজির দেখা গেল। উইন্ডিজের বিপক্ষে শনিবার রাতে সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচ খেলতে নামে বাংলাদেশ দল। যেখানে চার উইকেটে জেতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে তামিম ইকবালের দল।
আর সেই ম্যাচটি রাত জেগে দেখেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের জয়ের পর মধ্যরাতে ফোন দিয়ে অভিনন্দনও জানিয়েছেন প্রধানমন্ত্রী। গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। জানিয়েছেন বাংলাদেশের জন্য টেনশনে ছিলেন প্রধানমন্ত্রী।
পাপন বলেন, ‘শেষ ওডিআইতে তামিম আউট হওয়ার পরই মাননীয় প্রধানমন্ত্রী আমাকে কল দিয়েছিলেন। আমি বললাম চিন্তার কিছু নেই, ইনশাআল্লাহ জিতব।’
‘পরে উইনিং শট খেলার পর আবার ফোন দিলেন। আমি বললাম আপনি এতো রাত পর্যন্ত জেগে আছেন? তিনি বললেন, আমি টেনশনে ঘুমাতে পারিনি।’ যোগ করেন পাপন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা