নিজস্ব প্রতিবেদকঃ বৃষ্টির কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটে টস হেরে আগে ব্যাট করতে নামেন কিউইরা। মিরপুরের ভেজা উইকেটে ৫ উইকেটে ১৩৬ রান করার পর বৃষ্টি নামে। ফলে ক্রিজ কভার দিয়ে ঢেকে দেন মাঠকর্মীরা। এরপর দীর্ঘসময় অপেক্ষায় করা হয় মাঠে খেলা আয়োজনের। কিন্তু নির্ধারিত সময়ে সেটি আর সম্ভব হয় নি। তাই আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন।
টস হেরে আগে ব্যাট করতে নেমে মুস্তাফিজুর রহমান-তানজিম হাসান সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই নিউজিল্যান্ডের ওপেনাররা বেশ চাপে পড়ে। ৪.৩ ওভারে সফরকারীরা স্কোরবোর্ডে তুলতে পারে মোটে ৯ রান। তবে এরপরই বৃষ্টির হানা। প্রথম দফার এই বৃষ্টিতে প্রায় ২ ঘণ্টা সময় নষ্ট হয়েছে। তাতে কমে আসে ম্যাচের দৈর্ঘ্য (৪২ ওভার)।
বৃষ্টির পর মুস্তাফিজ ফেরান ফিন অ্যালেনকে। উইকেটের পেছনে দুর্দান্ত এক ক্যাচ নেন নুরুল হাসান সোহান। ৯ রান করেন কিউই ওপেনার। এরপর আবারও ব্রেকথ্রু দিয়েছেন মুস্তাফিজ। এই পেসারের বের হয়ে যাওয়া বলে জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ধরা পড়েন চ্যাড বোস। ৩ বল খেলে তার ব্যাট থেকে এসেছে ১ রান।
এরপর হেনরি নিকোলস-উইল ইয়াং জুটি গড়েন ৯৭ রানের। বাংলাদেশের মাটিতে তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের এটি রেকর্ড জুটি। মুস্তাফিজ বোলিংয়ে এসে নিকোলসকে ফেরান। তিনি থেমেছেন ৪৪ রানে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে দারুণ বোলিং করেন বাঁহাতি পেসার ফিজ। তাঁর এমন পারফরম্যান্স কঠোর পরিশ্রমের ফসল বলেই মনে করেন বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ নিক পোথাস। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমরা তার (মুস্তাফিজ) ডেথ বোলিংয়ের মান জানি। আপনি তাকে ভোররাত ৩টায় ডেকে তুলে ডেথ বোলিং করতে বলতে পারেন, সে (তখনো) বিশ্বের সেরাদের সঙ্গেই সেটি করবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post