রানাতুঙ্গার মন্তব্যে জয় শাহর কাছে দুঃখ প্রকাশ করল শ্রীলঙ্কা সরকার

0
32

স্পোর্টস ডেস্কঃ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ শ্রীলঙ্কার ক্রিকেটকে ধ্বংস করছেন বলে মন্তব্য করেন লঙ্কানদের সাবেক অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গা। সম্প্রতি দেশটির সাংবাদিক চামুদিতা সামারাবিক্রমাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশের ক্রিকেট ধ্বংসের জন্য জয় শাহর দিকে আঙুল তোলেন ১৯৯৬ বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা। তার দাবি, শ্রীলঙ্কার ক্রিকেট ধ্বংসের চেষ্টা করছেন জয় শাহ।

রানাতুঙ্গার এমন মন্তব্যে শুরু হয় বিতর্ক। ফলে শ্রীলঙ্কার সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়ে। আজ দেশটির সংসদে দুই মন্ত্রী কাঞ্চনা ভিজেসেকেরা ও হারিন ফার্নান্দো রানাতুঙ্গার মন্তব্যে দুঃখ প্রকাশ করে জয় শাহর কাছে দুঃখ প্রকাশ করেছেন। এর আগে সাক্ষাৎকারে রানাতুঙ্গা দাবি করেন, শ্রীলঙ্কার বিশ্বকাপ ব্যর্থতা ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ্যতা অর্জন করতে না পারা এবং আইসিসির নিষেধাজ্ঞা- লঙ্কান ক্রিকেটের দুর্দিনের জন্য দায়ী জয় শাহ!

তবে রানাতুঙ্গার এমন বক্তব্যে শুক্রবার নমনীয় সূর শুনিয়েছেন শ্রীলঙ্কার দুই মন্ত্রী। আজ সংসদে পর্যটন ও ভূমিমন্ত্রী হারিন ফার্নান্দো বলেছেন, ‘এসএলসির ওপর আইসিসির আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে আলোচনা করতে প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতিমধ্যেই জয় শাহর সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁর আশঙ্কা এই নিষেধাজ্ঞা আগামী বছর ঘরের মাঠে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ আয়োজন এবং উইন্ডিজ–যুক্তরাষ্ট্রে টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের ক্ষেত্রে বড় প্রভাব ফেলবে। আইসিসি যদি নিষেধাজ্ঞা তুলে না নেয়, তাহলে কোনো দলই শ্রীলঙ্কা সফরে আসবে না। আমরাও আইসিসির কাছ থেকে একটা কানাকড়িও পাব না।’

এছাড়া বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী কাঞ্চনা ভিজেসেকারা বলেছেন, ‘আমি সরকারের পক্ষ থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ কাছে দুঃখ প্রকাশ করছি। নিজেদের প্রতিষ্ঠান বা সংস্থার (শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড) ত্রুটির জন্য আমরা তাঁর দিকে বা অন্য কোনো দেশের দিকে আঙুল দিতে পারি না। এটা একটা ভুল ধারণা।’

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here