নিজস্ব প্রতিবেদকঃ পর্দা নামলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের। বৃহস্পতিবার ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে টুর্নামেন্টটি। আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। যেখানে সিলেটকে ৭ উইকেটে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা জিতেছে স্ট্রাইকার্স কর্তৃপক্ষ।
রানার্সআপ হয়েই বিপিএল শেষ করতে হয়েছে নবাগত ফ্র্যাঞ্চাইজি সিলেটকে। তবে আসরজুড়ে মাঠের পারফম্যান্স আর মাঠের বাইরের কর্মকান্ডে সাড়া ফেলেছে দলটি। এবার ফের একবার দারুণ কাজ করলো স্ট্রাইকার্সের মালিকপক্ষ।
রানার্সআপ হওয়ার ১ কোটি টাকা প্রাইজমানি পেয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। আর সেই অর্থ দলের ক্রিকেটার ও ম্যানেজম্যান্টের সবার মাঝে ভাগ করে দিয়ে দিচ্ছে সিলেট স্ট্রাইকার্সের মালিকপক্ষ। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে বিষয়টি।
নিঃসন্দেহে দারুণ উদ্যোগ স্ট্রাইকার্সদের পক্ষ থেকে। কেননা সাধারণত বিপুল খরচ করার পর ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের মধ্যেই রেখে দেয় পুরষ্কার হিসেবে পাওয়া সেই অর্থ। তবে সেই ক্ষেত্রে ব্যতিক্রমী মনোভাব দেখাল সিলেটের ফ্র্যাঞ্চাইজি মালিকরা। এবারের আসরে এর আগেও মাঠে এনে সুবিধাবঞ্চিত শিশুদের খেলা দেখানো, পুরো দলকে পরিবারের মতো রাখাসহ বিভিন্ন ব্যতিক্রমী উদ্যোগ দেখা গেছে সিলেট স্ট্রাইকার্সের পক্ষ থেকে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা