রানার্সআপ ট্রফি গ্রহণ করে নাদেল- আগামিতে আমরা চ্যাম্পিয়ন হব

0
314

নিজস্ব প্রতিবেদক:: প্রথমবারের মতো জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরে রানার্সআপ হয়েছে সিলেট বিভাগীয় দল। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের হাতে রানার্সআপ ট্রফি তুলে দিয়েছেন সিলেটের ম্যানেজার, সাবেক ক্রিকেটার ফরহাদ কোরেশী।

সিলেটের এবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিলো। তবে শেষ ম্যাচে গিয়ে ভাগ্যের কাছে হেরে রানার্সআপ হতে হয় সিলেটকে। রংপুরের বিপক্ষে ব্যাট-বল হাতে সমানে সমান লড়াইও করে সিলেট। কিন্তুু শেষ পর্যন্ত হারতে হয়েছে ম্যাচ। রানার্সআপেই থাকতে হয়েছে সন্তুুষ্ট।

বছর পাঁচেক আগেও জাতীয় লিগে সিলেটের অর্জন থাকতো অংশ গ্রহণেই সীমাবদ্ধ। সেই চিত্র পাল্টেছে। সিলেটে ক্রিকেটারদের নিয়েই গড়া হচ্ছে সিলেটের দল। ফলাফলও আসছে মনের মতো। দ্বিতীয় স্তর থেকে প্রথম স্তরে উঠে দ্বিতীয়বারই চ্যাম্পিয়ন ফাইট দিয়েছে সিলেট।

ট্রফি গ্রহণ কালে বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল নিজ বিভাগের ফলাফলে সন্তুুষ্ট প্রকাশ করেন। জানিয়েছেন, আগামিতে সিলেট দল চ্যাম্পিয়ন হবে। এবার গ্রহণ করেছেন রানার্সআপ ট্রফি, আগামিতে সিলেটের ঘরেই আসবে চ্যাম্পিয়ন ট্রফি। সিলেটের বোলারদের প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের বোলাররা যথেষ্ঠ ভালো করেছে। স্পিন-পেস দুই বিভাগই সমান তালে সাপোর্ট দিয়েছে দলকে। জাতীয় দলের বোলিং আক্রমণেরও দায়িত্ব পড়ে এখন সিলেটের কাঁধেই।’

ব্যাটসম্যানের কিছুটা সমস্যা আছে, সেটা কাটিয়ে উঠতে নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে এসময় সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার এই সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমাদের ব্যাটসম্যানের কিছুটা সমস্যা আছে। যদিও এবার শীর্ষ ব্যাটাররা আমাদের সিলেটেরই। তবুও আমরা ভবিষ্যতে ব্যাটিংয়ে মনযোগী হবো। প্রয়োজনীয় পরিকল্পনা গ্রহণ করবো।’

সিলেট থেকে পেসাররা জাতীয় পর্যায়ে যাচ্ছেন, ব্যাটসম্যান এবং স্পিনারদের সংখ্যাটা সে তুলনায় কম জানিয়ে শফিউল আলম চৌধুরী নাদলে ভবিষ্যতের জন্য ব্যাটসম্যান ও স্পিনার তৈরিতে পরিকল্পনা নেওয়া হচ্ছে উল্লেখ করে বলেন, ‘আমরা স্পিনার ও ব্যাটসম্যানদের আরো ভালো ভাবে তৈরি করতে পরিকল্পনা নিচ্ছি। বিভাগীয়, জেলা কোচদের সাথে নিয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এগুলো দীর্ঘ মেয়াদী বিষয়। দ্রুত চাইলেই হবে না। অবস্থার আরো উন্নতির জন্য আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনা নিচ্ছি। অচিরেই সিলেট তথা দেশের ক্রিকেটে এর সুফল পাবে।’

ট্রফি হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় মহিলা দলের কোচ, সিলেট বিভাগের সাবেক কোচ এ.কে.এম মাহমুদ ইমন ও ক্রিকেটার খালেদ আহমদ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here