স্পোর্টস ডেস্কঃ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দারুণ জুটি গড়েছিলেন আফিফ হোসেন। দুর্দান্ত ব্যাট করতে থাকা এই জুটিতে দলীয় শতরান পেরোয় বাংলাদেশ। ওয়ানিন্দু হাসারাঙ্গা-আসিথা ফার্নান্দোদের একের পর এক বল বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন দুজন। তবে ১৭তম ওভারে দিলশান মাধুশাঙ্কার বলে ক্যাচ দিয়ে ফিরে যান আফিফ। আউট হওয়ার আগে খেলেন ২২ বলে ২৯ রানের ইনিংস।
আফিফের পরে ফিরে গেছেন মাহমুদউল্লাহও। হাসারাঙ্গার বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়েছেন এই ডানহাতি ব্যাটার। ২২ বলে ২৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। মাহমুদউল্লাহ-আফিফ মিলে ৩৭ বলে ৫৭ রানের জুটিতে নিশ্চিত করেন বাংলাদেশের বড় সংগ্রহের ভিত।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজ প্রথমবার ওপেনিংয়ে নেমে ১৪৬.১৫ স্ট্রাইকরেটে খেললেন ৩৮ রানের এক ঝড়ো ইনিংস। আসিথা ফার্নান্দোর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আরেক ওপেনার সাব্বির রহমান আউট হয়েছেন ৫ রান করে। হাসারাঙ্গার বলে মিরাজ আউট হওয়ার পর দ্রুত ফিরে যান মুশফিকুর রহিমও। এনিয়ে টানা দুই ম্যাচে ব্যর্থ টাইগারদের অন্যতম সেরা এই ব্যাটার।
একপ্রান্ত আগলে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। যদিও তিনি ২৪ রানের বেশি করতে পারেননি। দারুণ খেলতে থাকা এই বাঁহাতিকে বোল্ড করে ফিরিয়েছেন থিকশানা। সাকিব ফিরে গেলেও দারুণ এক জুটি গড়ে বাংলাদেশের ইনিংস টানেন মাহমুদউল্লাহ ও আফিফ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০